
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলা পুলিশের ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ইং ০৫/০৪/২০২৫ তারিখ ১৫.০৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন নড়ন্ডী এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সোহেল (৩৬) কে ০৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। পৃথক অন্য একটি অভিযানে একই তারিখ ১৯.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা হতে মোঃ মাহমুদুল হাসান (৪৩) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলট সহ গ্রেফতার করেন এবং পৃথক অন্য একটি অভিযানে একই তারিখ ২১.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ নোয়াব আলী (৩১)কে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রফতার করেন।
আসামী মোঃ সোহেল (৩৬) এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একাধিক মামলা, আসামী মোঃমাহমুদুল হাসান (৪৩) এর বিরুদ্ধে ডিএমপি ঢাকার দারুস সালাম থানা ও মিরপুর মডেল থানায় ০৩টি মামলা এবং আসামী মোঃ নোয়াব আলী (৩১) এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বর্ণিত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।