
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার দাবিতে কুমিল্লা জেলার মুরাদনগরে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার বিকেলে ডি আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহ চত্ত্বরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে কুবি, ঢাবি, চবি, রাবি, জাবি, বেরোবি, জবি সহ সকল বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলার তীব্র ও নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করে। শিক্ষাঙ্গণ রক্তে লাল করে পড়ালেখার পরিবেশ বিনষ্টকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
মুক্তির লড়াই ডেস্ক : 

























