
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে প্রথম বারের মতো আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নববর্ষ ও বৈসাবীর উপহার পেলেন ভাতাভোগী হিল ভিডিপির সদস্যরা।
রবিবার (১৩ এপ্রিল ২০২৫) সকাল ১০ ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি খাগড়াছড়ির উদ্যগে জেলা কার্যালয়ে খাগড়াছড়ি জেলার প্রায় ১০০ জন অমুসলিম ভাতাভোগী হিল ভিডিপি সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের নববর্ষ ও বৈসাবী উপহার ভিতরন করা হয়।
অনুষ্ঠানে পরিচালক মো: আমমার হোসেন, বিভিএম অধিনায়ক, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন উপস্থিত থেকে ভাতাভোগী হিলভিডিপির সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে বৈসাবী উপহার বিতরণ করেন। উপপরিচালক মো: আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা বলেন, পবিত্র ঈদুল ফিতরের সময় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করার পর প্রথমবারের মত মহাপরিচালকের পক্ষ থেকে নববর্ষ এবং বৈসাবীর উপহার বিতরণ করা হয়েছে।
প্রত্যেক সদস্য উপহার হিসেবে পেয়েছেন পোলাও চাউল ১ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ৩০০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার, ফিরনি মিক্স ১ প্যাকেট এবং চিনি ১ কেজি। নববর্ষ উদযাপন ও বৈসাবীর আনন্দ সদস্যদের মাঝে ছড়িয়ে যাওয়ার জন্য বাহিনীর মহাপরিচালক তিন পার্বত্য জেলার মোট ৬২০ জন সদস্যকে উপহার প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রোকেয়া পারভীন, উপজেল আনসার ভিডিপি কর্মকর্তা, সদর, মোঃ আল আমিন, উপজেলা প্রশিক্ষক, গুইমারা। উপহার গ্রহণকারী বিডিপির সদস্য দিলীপ ঘোষ বলেন মহাপরিচালকের এমন উদ্যোগের কারণে প্রথম বারের মতো বৈসাবী
উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত ও মহাপরিচালকের দীর্ঘায়ু কামনা করি। এই উদ্যোগে ভাতাভোগী সদস্যরা খুবই আনন্দিত হন এবং তারা মহাপরিচালককে নববর্ষ এবং বৈসাবীর শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।