ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার রক্ষা করতে হবে – কৃষিবিদ শামীমুর রহমান

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ

কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোনো ধরনের কর্পোরেট দখল বা নব্য ঔপনিবেশিক শোষণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “বাংলাদেশের খাদ্য, পানি ও জমি বিদেশি কর্পোরেট বা পুঁজির হাতে তুলে দেওয়া হবে না। নারীর অধিকার নিশ্চিত করেই খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথ রচনা করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত “খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার” শীর্ষক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষিবিদ শামীম আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে লবণাক্ততা বেড়ে গিয়ে কৃষি ও মৎস্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ পানির অভাবে উপকূলের ৬৪ শতাংশ মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। জলবায়ু উদ্বাস্তু রোধে সমৃদ্ধশালী উত্তর দেশগুলোকে ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “দেশে ন্যায্য, জলবায়ুবান্ধব ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।”

এ জনসমাবেশের সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। তিনি বলেন, “জীবাশ্ম জ্বালানি বন্ধ করে জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞ ঠেকাতে হবে। নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে বিবেচনায় নিতে হবে এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে খাস জমি বণ্টনের দাবি জানাই।

এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বিএনপি নেতা এমরান হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শাহ্ আলম শেখ ও নারীনেত্রী শামীমা আক্তার লাইজু।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, সরকার কৃষিকে আধুনিকায়ন ও টেকসই করার লক্ষ্যে ভর্তুকি প্রদানসহ প্রান্তিক কৃষকদের জলবায়ু সহনশীল চাষাবাদে সম্পৃক্ত করেছে। তিনি জানান, “কৃষি গবেষণা, উদ্ভাবন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

নারীনেত্রী কমলা সরকার বলেন, কৃষিকাজ ও মৎস্য চাষে নারীদের অবদান বিপুল হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো মেলেনি। নারী কৃষক ও নারী জেলেদের সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উন্নয়নকর্মী তৃপ্তি সরদার, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মণ্ডল, আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী কমলা সরকার, হাছিব সরদার ও মেহেদী হাসান প্রমুখ।

এ সমাবেশে উপকূলের নারী কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজন শেষে লাঠিখেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৮০তম বার্ষিকী উপলক্ষে তাদের নব্য ঔপনিবেশিক শোষণ, সম্পদের বৈষম্যমূলক বণ্টন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, “ওয়াটারকিপার্স বাংলাদেশ”, “বাদাবন সংঘ” ও “পশুর রিভার ওয়াটারকিপার” যৌথভাবে এ জনসমাবেশের আয়োজন করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ দফা দাবিতে বালিয়াডাঙ্গীতে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

SBN

SBN

খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার রক্ষা করতে হবে – কৃষিবিদ শামীমুর রহমান

আপডেট সময় ০৬:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাটঃ

কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোনো ধরনের কর্পোরেট দখল বা নব্য ঔপনিবেশিক শোষণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি বলেন, “বাংলাদেশের খাদ্য, পানি ও জমি বিদেশি কর্পোরেট বা পুঁজির হাতে তুলে দেওয়া হবে না। নারীর অধিকার নিশ্চিত করেই খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথ রচনা করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত “খাদ্য, পানি ও জমিতে নারীর অধিকার” শীর্ষক জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষিবিদ শামীম আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলে লবণাক্ততা বেড়ে গিয়ে কৃষি ও মৎস্য উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ পানির অভাবে উপকূলের ৬৪ শতাংশ মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। জলবায়ু উদ্বাস্তু রোধে সমৃদ্ধশালী উত্তর দেশগুলোকে ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “দেশে ন্যায্য, জলবায়ুবান্ধব ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।”

এ জনসমাবেশের সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। তিনি বলেন, “জীবাশ্ম জ্বালানি বন্ধ করে জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞ ঠেকাতে হবে। নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে বিবেচনায় নিতে হবে এবং জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে খাস জমি বণ্টনের দাবি জানাই।

এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বিএনপি নেতা এমরান হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শাহ্ আলম শেখ ও নারীনেত্রী শামীমা আক্তার লাইজু।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, সরকার কৃষিকে আধুনিকায়ন ও টেকসই করার লক্ষ্যে ভর্তুকি প্রদানসহ প্রান্তিক কৃষকদের জলবায়ু সহনশীল চাষাবাদে সম্পৃক্ত করেছে। তিনি জানান, “কৃষি গবেষণা, উদ্ভাবন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

নারীনেত্রী কমলা সরকার বলেন, কৃষিকাজ ও মৎস্য চাষে নারীদের অবদান বিপুল হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো মেলেনি। নারী কৃষক ও নারী জেলেদের সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উন্নয়নকর্মী তৃপ্তি সরদার, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মণ্ডল, আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী কমলা সরকার, হাছিব সরদার ও মেহেদী হাসান প্রমুখ।

এ সমাবেশে উপকূলের নারী কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজন শেষে লাঠিখেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

উল্লেখ্য, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৮০তম বার্ষিকী উপলক্ষে তাদের নব্য ঔপনিবেশিক শোষণ, সম্পদের বৈষম্যমূলক বণ্টন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”, “ওয়াটারকিপার্স বাংলাদেশ”, “বাদাবন সংঘ” ও “পশুর রিভার ওয়াটারকিপার” যৌথভাবে এ জনসমাবেশের আয়োজন করে।