ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা Logo দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের ১০টি অভিযানে সাড়ে ৩৮ লক্ষ টাকা জরিমানা Logo তথ্য অধিকার আইনে আবেদনের এক বছরেও মিলেনি প্রকল্পের তথ্য Logo কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন Logo বুড়িচ ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন Logo সরাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল Logo কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ Logo পবায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট Logo বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট ক্যাশলেস চালু

মনিহার মনি, ঢাকা

 
বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে সোমবার (২৯ এপ্রিল) ক্যাশলেস খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের উদ্বোধন করেছে।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে যুক্ত এই উদ্যোগটি ১০৪৭ জন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ গ্রহণে সক্ষম করবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মোঃ শরাফত উল্লাহ খান ও মাস্টারকার্ড সাউথ এশিয়ার চীফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা।আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাফকাত হোসেন এবং সিটি ব্যাংকের হেড অব রিটেইল মোঃ অরূপ হায়দার।
 
বাংলা কিউআর ও পিওএস মেশিনের সাহায্যে এখন পেমেন্ট গ্রহণ করতে পারবেন খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরির পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক পরিষেবায়ও নিজেদের যুক্ত করতে পারবেন তারা। একইসঙ্গে, ভোক্তারাও কার্ড, ব্যাংক অ্যাপ ও এমএফএস ওয়ালেটের সাহায্যে অর্থ প্রদানের মাধ্যমে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “আর্থিক লেনদেনে ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লেনদেন ব্যবস্থা নিয়ে ডিএনসিসি কাজ করছে। আমরা ইতোমধ্যে অনলাইন হোল্ডিং ট্যাক্স, অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থা চালু করেছি। ঘরে বসেই নগরবাসী এসব সেবা পাচ্ছে।ডিএনসিসি’র উদ্যোগে ১২’শ এর বেশি মার্চেন্টকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম এর মাধ্যমে ক্ষমতায়িত করে গুলশানের ডিএনসিসি-১ মার্কেটকে আমরা দেশের প্রথম ক্যাশলেস মার্কেটে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। সে ধারাবাহিকতায় ‘স্মার্ট বাংলাদেশ’ এর ভিশন পূরণ করতে আজ আমরা রাজধানীর খিলগাঁও এ উন্নত এই পেমেন্ট সিস্টেমের বিস্তারে উদ্যোগ নিয়েছি। একসঙ্গে আমরা আরো অনেক মার্কেটে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বাস্তবায়নে কাজ করে যাব।”
 
মাস্টারকার্ড সাউথ এশিয়ার চীফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা বলেন, “বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তাদের ডিজিটাল পেমেন্টকে সহজে গ্রহণ করায় উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীদেরকে তাদের ডিজিটাল যাত্রা শুরুর পাশাপাশি দেশের সমৃদ্ধিশীল আর্থিক খাতের একটি অংশ হতে সক্ষম করতে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছি, এতে মাস্টারকার্ড গর্বিত।”
 
ক্যাশলেস খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের এই উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে আরও যুক্ত রয়েছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এবং এসএসএলকমার্জ।
 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

SBN

SBN

খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট ক্যাশলেস চালু

আপডেট সময় ০৬:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

মনিহার মনি, ঢাকা

 
বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে সোমবার (২৯ এপ্রিল) ক্যাশলেস খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের উদ্বোধন করেছে।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে যুক্ত এই উদ্যোগটি ১০৪৭ জন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ গ্রহণে সক্ষম করবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মোঃ শরাফত উল্লাহ খান ও মাস্টারকার্ড সাউথ এশিয়ার চীফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা।আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাফকাত হোসেন এবং সিটি ব্যাংকের হেড অব রিটেইল মোঃ অরূপ হায়দার।
 
বাংলা কিউআর ও পিওএস মেশিনের সাহায্যে এখন পেমেন্ট গ্রহণ করতে পারবেন খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরির পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক পরিষেবায়ও নিজেদের যুক্ত করতে পারবেন তারা। একইসঙ্গে, ভোক্তারাও কার্ড, ব্যাংক অ্যাপ ও এমএফএস ওয়ালেটের সাহায্যে অর্থ প্রদানের মাধ্যমে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “আর্থিক লেনদেনে ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লেনদেন ব্যবস্থা নিয়ে ডিএনসিসি কাজ করছে। আমরা ইতোমধ্যে অনলাইন হোল্ডিং ট্যাক্স, অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থা চালু করেছি। ঘরে বসেই নগরবাসী এসব সেবা পাচ্ছে।ডিএনসিসি’র উদ্যোগে ১২’শ এর বেশি মার্চেন্টকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম এর মাধ্যমে ক্ষমতায়িত করে গুলশানের ডিএনসিসি-১ মার্কেটকে আমরা দেশের প্রথম ক্যাশলেস মার্কেটে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। সে ধারাবাহিকতায় ‘স্মার্ট বাংলাদেশ’ এর ভিশন পূরণ করতে আজ আমরা রাজধানীর খিলগাঁও এ উন্নত এই পেমেন্ট সিস্টেমের বিস্তারে উদ্যোগ নিয়েছি। একসঙ্গে আমরা আরো অনেক মার্কেটে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বাস্তবায়নে কাজ করে যাব।”
 
মাস্টারকার্ড সাউথ এশিয়ার চীফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা বলেন, “বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তাদের ডিজিটাল পেমেন্টকে সহজে গ্রহণ করায় উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীদেরকে তাদের ডিজিটাল যাত্রা শুরুর পাশাপাশি দেশের সমৃদ্ধিশীল আর্থিক খাতের একটি অংশ হতে সক্ষম করতে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছি, এতে মাস্টারকার্ড গর্বিত।”
 
ক্যাশলেস খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের এই উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে আরও যুক্ত রয়েছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এবং এসএসএলকমার্জ।