
খুকুর মেকআপ
আব্দুস সাত্তার সুমন
মামা দিল মেকআপ বক্স
পেল রোজার মাসে,
ধরতে দেয় না কাউকে সেটা
মেকাপ ভালোবাসে।
যাকে পায় তাকে ধরে
করে দেয় মেকাপ,
ভাইয়া নাকি খেলার সাথী
সঙ্গী তাহার ব্যেকআপ।
ঈদের দিন করবে মেকআপ
সুবামনি তবে,
লাল, গোলাপ, হলুদ দিয়ে
পরীর মত হবে।
সকাল সকাল ঈদগাহে
সাজুগুজু করে,
বাবার সাথে ঘুরতে যাবে
মায়ের হাত ধরে।