
খুকু যাবে মসজিদে
আব্দুস সাত্তার সুমন
বাবা তুমি মসজিদে যাও
ভাইয়া যাবে সাথে?
নামাজ পড়বে তারাবি
দু’জন মিলে রাতে!
আমায় তুমি নিয়ে যাবে?
মসজিদ প্রাঙ্গনে,
আমারও তো ইচ্ছে করে
নামাজ পড়তে মনে।
মসজিদে যাবে খুকুমণি
খুবই ভালো কথা,
আত্মশুদ্ধির মাসে খুকির
সওয়াব হবে যথা।
মায়ের সাথে যাবে তুমি
আমার সাথে নয়,
মসজিদ ঘরে আলাদা রুমে
নামাজ পড়া হয়।