
নাহিদ জামান, খুলনা
খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মার্কেটের অন্তত ৪৪ টি দোকান পুড়ে গেছে।
১৯ মার্চ (বুধবার)ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর মধ্যেই আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে। এ মার্কেটে অন্তত ৪৪টি দোকান ছিল বলে জানা গেছে।
আগুনে পুড়ে যাওয়া এসব দোকানে কসমেটিকস, জামা-কাপড়, জুতা, ব্যাগসহ ঈদ উপলক্ষে নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসে ছিলেন দোকানিরা।
ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়ে আর্তনাদ করতে দেখা গেছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।