
নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ স্মরণসভায় সভাপতিত্ব করেন।
স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না,কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন,
নির্বাহী সদস্য সোহরাব হোসেন ও মো: শাহ আলম, সদস্য দেবনাথ রনজিৎ কুমার, কৌশিক দে, দীলিপ কুমার বর্মন প্রমুখ।
এছাড়া সকাল সাড়ে ১০ টায় খুলনা প্রেসক্লাব অভ্যন্তরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিবসটি উপলক্ষে ইউনিয়ন কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী,মল্লিক সুধাংশু,মো: শাহআলম। বক্তৃতা করেন,ইউনিয়নের সহ-সভাপতি আলমগীর হান্নান কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান,বিএফইউজের নির্বাহী সদস্য কেীশিক দে বাপি,ওহাদিুজ্জামান বুলু,রনজিত কুমার দেবনাথ,রকিব উদ্দিন পান্নু প্রমুখ। সভার শুরুতে শহীদ সাংবাদিক স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
এছাড়া মানিক সাহার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিপিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য খুলনা প্রেসকাবের সাবেক সভাপতি মানিক সাহা ২০০৪ সালের এদিনে রিকশায় করে আহসান আহমেদ রোডে নিজ বাড়িতে যাওয়ার সময় খুলনা প্রেসকাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় নিহত হন তিনি।
তিনি দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনাস্থ জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলা’র খণ্ডকালীন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। মানিক সাহা ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
২০১৬ সালের ৩০ নভেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার রায় ঘোষণা করেন। রায়ে ১১ আসামির মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়।