ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় সাবেক এমপি সালাম মূর্শেদী সহ আ.লীগের ৬৮ জনের নামে মামলা

নাহিদ জামান, খুলনা

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮জনের নাম উল্লেখ করে গতকাল দিঘলিয়া থানায় মামলা হয়েছে।

মামলায় বাদি হয়েছেন উপজেলার দেয়াড়া গ্রামের মৃতঃ শেখ সাদেক হোসেনের পুত্র স্থানীয় বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন। মামলা নং-১১,তাং-২৭/৮/২৪।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ আগষ্ট দপুর ৩.৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাটের কাছে পাকা রাস্তায় পাশ্ববর্তী স্থানে অবস্থান করছিলেন।

এ সময় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মামলায় উল্লেখিত আসামিদের নিয়ে কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরে নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা চালায়। এসময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। তখন আসামিরা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদ সহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। মামলায় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের ৬৮ জনের নাম উল্লেখ করলেও ২০/২৫জন অজ্ঞাত আসামি রয়েছে।

অন্যদিকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ায় আওয়ামী শিবিরে আতংক বিরাজ করছে।গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনে চলে গেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামি গ্রেফতার হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সাবেক এমপি সালাম মূর্শেদী সহ আ.লীগের ৬৮ জনের নামে মামলা

আপডেট সময় ১১:৩৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

নাহিদ জামান, খুলনা

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮জনের নাম উল্লেখ করে গতকাল দিঘলিয়া থানায় মামলা হয়েছে।

মামলায় বাদি হয়েছেন উপজেলার দেয়াড়া গ্রামের মৃতঃ শেখ সাদেক হোসেনের পুত্র স্থানীয় বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন। মামলা নং-১১,তাং-২৭/৮/২৪।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ আগষ্ট দপুর ৩.৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাটের কাছে পাকা রাস্তায় পাশ্ববর্তী স্থানে অবস্থান করছিলেন।

এ সময় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মামলায় উল্লেখিত আসামিদের নিয়ে কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরে নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা চালায়। এসময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। তখন আসামিরা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদ সহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। মামলায় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের ৬৮ জনের নাম উল্লেখ করলেও ২০/২৫জন অজ্ঞাত আসামি রয়েছে।

অন্যদিকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ায় আওয়ামী শিবিরে আতংক বিরাজ করছে।গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনে চলে গেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামি গ্রেফতার হয়নি।