
নাহিদ জামান, খুলনা
খুলনা নগরীর রেলস্টেশন বার্মাশীল এলাকায় ৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১টায় যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে ৭৩৬ লিটার বাংলা মদ সহ সেকেন্দার শিকু (৮৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার এমতাজ উদ্দিনের ছেলে। যৌথবাহিনীর অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর কনটিনজেন্ট লে. কমান্ডার মো. রাশেদ আলম।
এলাকাবাসী জানান, দুপুর ১টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রেলষ্টেশন বার্মাশীল এলাকায় অভিযান পরিচালনা করে সেকেন্দার শিকু নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযান চলে দুপুর ১ টা থেকে ৩টা পর্যন্ত। অভিযান শেষে ব্যবসায়ী শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।