নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসায় ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল দুই কৃষকের। ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আনন্দনগর গ্রামের সৈয়দ আলী মোল্লার ছেলে জের আলী মোল্লার মাছের ঘেরের শসা খেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন গত ২১আগস্ট সোমবার। একই গ্রামের ইকবাল শেখ(৩৫) নামের কৃষক তার মাছের ঘেরে কাজ শেষ করে ঐদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকেন। ইকবাল বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন রাত সাড়ে দশটায় দিকে ইকবালের ভাই মোদাচ্ছের (৪৮) কে ফোন দিয়ে জানানো হয় ইকবালের বাড়ী না ফেরার কথা।
মোদাচ্ছের শেখ মাছের ঘেরের ঘরে পরিবার নিয়ে বসবাস করে সেই সূত্র ধরে ভাই ইকবালকে খুজতে বের হয় ঘেরে। ঘেরে খুজতে যাওয়ার পথে জের আলী মোল্লার ঘেরের পাড়ে ইকবাল কে পড়ে থাকতে দেখে মোদাচ্ছের তার ভাই ইকবালকে স্পর্শ করলেই সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মোদাচ্ছের এর স্ত্রী রুমা বেগম পিছনে আসার কারণেই তিনি ঘটনাটি দেখতে পেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে তার চিৎকারে আশেপাশে লোক এসে তাদেরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহত কৃষকেদের লাশ ময়না তদন্ত্রের জন্য ২২ আগষ্ট মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুই ভাই নিহতের ঘটনায় ২ টি পরিবারের আয়কর ব্যক্তিদের কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার ২ টি। এমন অসাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
থানার ওসি মো: শাহিন জানান, ইদুর মারার জন্য ঘেরের পাড়ে দেওয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছে শুনে ঘটনাস্থলে যাই। তাদের কে ময়না তদন্তের জন্য খলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।