
নাহিদ জামান, খুলনা
র্যাব-৬ খুলনা ও র্যাব-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল ০২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানার শিলমুন বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে খুলনার চাঞ্চল্যকর সোনাডাঙ্গা মডেল থানার টগর হত্যার প্রধান পলাতক আসামি- মোঃ মাসুম হাওলাদার (২৬) কে গ্রেফতার করে।
তার বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাংলাবাজার গ্রামে বর্তমানে খুলনার কেএমপির সোনাডাঙ্গা সবুজবাগ গলিতে বসবাস করে। তার পিতার নাম -মোঃ হারুন হাওলাদার।
জানা যায়, মনোয়ার হোসেন টগর ও মোঃ মাসুম হাওলাদার এর সাথে পূর্ব শত্রুতা থাকায় ০১ আগস্ট রাতে মোঃ মাসুম হাওলাদার অন্যন্য সহযোগীদের সহায়তায় মনোয়ার হোসেন টগর(২৭) এর বসতঘরে ঢুকে বুকে ধারালো চাকু দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে বের হয়ে যায়। টগর কে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় টগরের পিতা বাদী হয়ে খুলনা, সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।