
নাহিদ জামান, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
২৮৯ কেন্দ্রের মধ্যে বেসরকারিভাবে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে আওয়ামীলীগের মেয়র প্রার্থী (নৌকা প্রতিক) তালুকদার আব্দুল খালেক নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন সোমবার রাত সাড়ে ৮টায় খুলনা শিল্পকলা একাডেমিতে ২৮৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার২১৮ ভোট।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রাহণ অনুষ্ঠিত হয়। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিত থাকায় ৪টার পরও ভোট নেওয়া হয়।
খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ২৯টি ওয়ার্ডে ১৩৪ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।