মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যুনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারো গভীর খাদের কিনারায় পৌঁছাবে যেখান থেকে উত্তরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। আমাদের ভুলে গেলে চলবে না, পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের বিদেশী প্রভুর ইন্ধনে বিগত মাসগুলোতে দেশে সাম্প্রদায়িক উস্কানি, পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা, বিভিন্ন অন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাজধানীতে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল। গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্য অটুট রাখতে স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত থাকা দরকার। প্রকাশ্যে বিভেদ ও কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করা সময়ের অপরিহার্য্য দাবি।
বিশাল চ্যালেঞ্জ নিয়ে পথচলা শুরু করলেও বেশ কিছু ক্ষেত্রে সফলতা আনতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আবার কিছু অদূরদর্শী সিদ্ধান্তের কারণে তাদেরকে সমালোচনারও মুখোমুখি হতে হচ্ছে। এই সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় এখনো দাঁড় করাতে পারেনি। জুলাই গণহত্যার দায়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন চার্জশিট জমা দিতে পারেনি। ৫ মে গণহত্যা সহ খুনী হাসিনার আমলে সংঘটিত সকল গুম ও হত্যাকাÐের আসামীদের বিরুদ্ধে এখনো সুস্পষ্ট সাক্ষীপ্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। বিগত সাড়ে ১৫ বছরে আলেম-উলামা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা এখনো প্রত্যাহার হয়নি। ফ্যাসিস্টের তাবেদার কিছু আমলা ও ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনে এখনো ঘাপটি মেরে রয়েছে। শহীদ ও আহত বেশ কিছু পরিবারের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ উঠেছে। প্রায় শতাধিক পণ্যের উপর অতিরিক্ত কর ও ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি করে জনমনে ক্ষোভ সৃষ্টি করা হয়েছে। এখনো পাচারকৃত কোন অর্থ ফিরিয়ে আনতে পারেনি। গত সেপ্টেম্বর মাসে ১১ টি সংস্কার কমিশন গঠন করলেও এখনো পর্যন্ত মাত্র ৪টি কমিশন তাদের রিপোর্ট জমা দিতে সক্ষম হয়েছে।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উপরোক্ত সীমাবদ্ধতাগুলো উত্তরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, দ্রæত সময়ে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে প্রতিস্থাপন করে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল ও কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন না করার নিশ্চয়তা সহ সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকী পরিবর্তনের চেয়েও সেবা এবং নৈতিক মানগত উন্নতি নিশ্চিত করার প্রতি আহহ্বান জানাচ্ছি। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশন ২০২৫ এ সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
২৫ জানুয়ারী ২৫ ইং সকাল ৯টায় শাহজাহানপুর মাহবুব আলী ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য ১১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন করা হয় এবং শপথ অনুষ্ঠিত হয়। আমীরে মজলিস নির্বাচিত হন মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব নির্বাচিত হন ড. আহমদ আবদুল কাদের। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন, নায়েবে আমীর- মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা হাফিজ মজদুদ্দিন আহমদ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আবদুল কাদির সালেহ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এ বি এম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, আলহাজ¦ সদরুজ্জামান খান, ডা: এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক- এডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক মাওলানা এসএম খুরশিদ আলম, মাওলানা শেখ সালাহ উদ্দিন, সহকারি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডা. হাসানুজ্জামান হেলাল, ডা. আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, বোরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা
হাফেজ আবু সালমান, অধ্যক্ষ আবদুল হান্নান, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহীন, সহকারি বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুবুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, প্রচার, প্রকাশনা ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা শায়খুল ইসলাম, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রহমান, সহকারি দফতর সম্পাদক মুক্তিযুদ্ধা ফয়জুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন বেগম, মহিলা বিষয়ক সহকারি সম্পাদিকা রায়হানা লোপা, নির্বাহী সদস্য- মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহম্মদ আলী, মাওলানা আবদুল হাই, মাওলানা সাইয়্যেদুর রহমান, অধ্যাপক ড. মাহবুব মোরশেদ, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, মাওলানা আফতাব উদ্দিন, কাজী আসাদ উল্লাহ, আলহাজ্ব নূর হোসেন, সাখাওয়াত হোসাইন মোহন, মাওলানা সামসুদ্দিন, মাওলানা আহমদ বেলাল, কাজী ফিরোজ আহমদ, সিরাজুল ইসলাম, হাফেজ জিন্নত আলী, মাওলানা নেহাল আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা হোসাইন নূরী চৌধুরী, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ, মাওলানা নুরুল আমিন, গোলাম মোস্তফা, মাওলানা আবু সাঈদ, কর্ণেল (অব.) ডা: এমদাদুল হক, আমীর আলী হাওলাদার, মাওলানা নাসির উদ্দিন, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, সভাপতি-ঢাকা মহানগরী দক্ষিণ, সভাপতি-ঢাকা মহানগরী উত্তর, সাধারণ সম্পাদক-ঢাকা মহানগরী দক্ষিণ, সাধারণ সম্পাদকÑঢাকা মহানগরী উত্তর এবং মহিলা সদস্য ৩৫ জন।
৬৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ (২০২৫-২০২৬)
সভাপতিঃ আমীরে মজলিস – মাওলানা আব্দুল বাছিত আজাদ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা মুফতি রশীদ আহমদ ফারুক বর্ণভী, প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী-ঢাকা বিশ^বিদ্যালয়, মাওলানা নোমান মাজহারী- ঢাকা, জিয়াউল হক শামীম- ঢাকা, ডা. আবদুল্লাহ খান, ঢাকা, ড. আবদুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়, এডভোকেট বদরুদ্দোজা, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা, ড. ইউসুফ আলী, গাজীপুর, মাওলানা তৈয়বুর রহমানÑ বাগের হাট, মাওলানা মুহাম্মদ সালেহ, খুলনা, সৈয়দ মুহিবুর রহমান, সিলেট, হাফেজ মাওলানা নুরুজ্জামান, সিলেট, মাওলানা গোলাম কিবরিয়া-খুলনা মহানগরী, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী-ঢাকা, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ- বি বাড়ীয়া, মাওলানা মাহবুবুল হক কাসেমী- ঢাকা, মাওলানা আবু তাহের জিহাদী- নারায়ণগঞ্জ, মাওলানা ইমাম উদ্দিন- সুনামগঞ্জ, মাওলানা সিরাজুল ইসলাম, চাঁদপুর, মাওলানা ফরিদ আহমদ সিদ্দিকী, কিশোরগঞ্জ, মাওলানা বুরহার উদ্দিন, চট্টগ্রাম, মাওলানা আবদুল মান্নান, ঢাকা, মাওলানা মোহাম্মদ আলী, রংপুর, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, চট্টগ্রাম, অধ্যাপক আলী রেজা-গোপালগঞ্জ, অধ্যাপক আতাউর রহমান পীর – সিলেট, মাওলানা আবু তাহের – লক্ষ্মীপুর, অধ্যাপক সিরাজুল ইসলাম-খুলনা, মুক্তিযোদ্ধা ক্বারী বজলুল হক- নারায়ণগঞ্জ, শায়খুল হাদিস মাওলানা আসাদুল্লাহ-জয়পুরহাট, মাওলানা রুহুল আমিন চৌধুরী-নোয়াখালী, মাস্টার সাইফুদ্দিন আহমদ-লক্ষ্মীপুর, মাস্টার সিরাজুল ইসলাম, রংপুর, ডা. আবু হোসেন-চট্টগ্রাম, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম- ভোলা, মাওলানা আবুল কাসেম-পটুয়াখালী, মাওলানা মোহাম্মদ মুছা, মানিকগঞ্জ, মাওলানা আবু মুসা- কক্সবাজার, মাওলানা শরাফত আলী-কুমিল্লা, মাওলানা ফখরুদ্দীন-কুমিল্লা, মাওলানা আলী আহমদ-গোপালগঞ্জ, ড. তারেক মুহাম্মদ তওফিকুর রহমান-রাজশাহী বিশ্ববিদ্যালয়, মোরশেদ আলম খন্দকার-ঢাকা, লেফটেনেন্ট কর্ণেল (অব.) এম মুসলেম উদ্দিন-ঢাকা, অধ্যাপক বজলুর রহমান, সিলেট, মাও. বদরুল আলম হামিদী বরুণা, মাও. আবদুল কাদির-বরিশাল, মাও শরীফুল ইসলাম-ঢাকা মহানগরী উত্তর, মাওলানা নজরুল ইসলাম-ময়মনসিংহ, ডা. শরীফ মুহাম্মদ মুসাদ্দেক, নারায়ণগঞ্জ, মাওলানা শওকত আলী- ইউরোপ, মাওলানা আবদুল মুকিত আজাদ- ইউরোপ, মাওলানা নূরুল আলম আল মামুন- কক্সবাজার, ড. মাওলানা নেসার উদ্দিন- লক্ষ্মীপুর, শায়খুল হাদীস মাওলানা সাব্বির আহমদ- বরিশাল, মাওলানা খাজা ওলী আহমদ- চাঁদপুর, ডা: নজরুল ইসলাম- মৌলভীবাজার, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী – ছারছিনা দরবার শরীফ, মাওলানা মীর মোহাম্মদ কাসেম- হাটহাজারী, প্রিন্সিপাল মজিবুর রহমান- কিশোরগঞ্জ, মাওলানা আশরাফুল হক নূরী- নীলফামারী, মাওলানা মোহাম্মদ আলী – রংপুর।