ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

খোকার ইচ্ছে

খোকার ইচ্ছে
শাহজালাল সুজন

দাদুর মুখে গল্প শুনে
রাজা রাণীর কিচ্ছা,
খোকা সোনা রাজা হয়ে
পূরণ করবে ইচ্ছা।

কেমন করে হবো আমি
বড় হয়ে রাজা,
বলো দাদু জলদি করে
দিলাম তিলের খাজা।

পান চিবিয়ে রসিক দাদু
একটু করে হাসে,
পড়ালেখা করো তুমি
থাকবে রাজার বেশে।

দস্যিপনা ছেড়ে দিয়ে
করো তুমি পণ,
সবার আগে রাজা হবে
দিলে পড়ায় মন।

খোকা সোনা আদর করে
দাদুর গালে চুম,
গল্প শুনে খোকা সোনার
চোখে আসে ঘুম।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খোকার ইচ্ছে

আপডেট সময় ০২:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

খোকার ইচ্ছে
শাহজালাল সুজন

দাদুর মুখে গল্প শুনে
রাজা রাণীর কিচ্ছা,
খোকা সোনা রাজা হয়ে
পূরণ করবে ইচ্ছা।

কেমন করে হবো আমি
বড় হয়ে রাজা,
বলো দাদু জলদি করে
দিলাম তিলের খাজা।

পান চিবিয়ে রসিক দাদু
একটু করে হাসে,
পড়ালেখা করো তুমি
থাকবে রাজার বেশে।

দস্যিপনা ছেড়ে দিয়ে
করো তুমি পণ,
সবার আগে রাজা হবে
দিলে পড়ায় মন।

খোকা সোনা আদর করে
দাদুর গালে চুম,
গল্প শুনে খোকা সোনার
চোখে আসে ঘুম।