ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খোকার বড়শি

খোকার বড়শি
শাহজালাল সুজন 
ঢাকা- গাজীপুর।
খোকা গেলো মাছ ধরিতে
হাতে নিয়ে বড়শি,
ছাতা মাথায় পুকুর ঘাটে
তেড়ে আসে পড়শী।
তাই দেখিয়া খোকার বুঝি
রাগ জমেছে মনে,
কান্না করে অঝর ধারায়
ছুটে পাশের বনে।
টেংরা পুঁটি বাইম মাছে
বড়শি নিয়ে ছুটে,
সুতা ধরে কষে হাতে
হাসি বিলিন ঠোঁটে।
পুকুর জলে ব্যাঙ যে নাচে
খোকার সাথে আড়ি,
ঢিল ছুঁড়ে যে ব্যাঙের গায়ে
ভাঙা চেড়া হাঁড়ি।
সারাটা দিন পুকুর ঘাটে
মাছ ধরিতে থাকে,
বিকেল হলে বাড়ি ফেরে
মা যেন তার ডাকে।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খোকার বড়শি

আপডেট সময় ০১:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
খোকার বড়শি
শাহজালাল সুজন 
ঢাকা- গাজীপুর।
খোকা গেলো মাছ ধরিতে
হাতে নিয়ে বড়শি,
ছাতা মাথায় পুকুর ঘাটে
তেড়ে আসে পড়শী।
তাই দেখিয়া খোকার বুঝি
রাগ জমেছে মনে,
কান্না করে অঝর ধারায়
ছুটে পাশের বনে।
টেংরা পুঁটি বাইম মাছে
বড়শি নিয়ে ছুটে,
সুতা ধরে কষে হাতে
হাসি বিলিন ঠোঁটে।
পুকুর জলে ব্যাঙ যে নাচে
খোকার সাথে আড়ি,
ঢিল ছুঁড়ে যে ব্যাঙের গায়ে
ভাঙা চেড়া হাঁড়ি।
সারাটা দিন পুকুর ঘাটে
মাছ ধরিতে থাকে,
বিকেল হলে বাড়ি ফেরে
মা যেন তার ডাকে।