
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের গচিহাটা রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে চুরির ঘটনায় কম্পিউটারসহ টিকিট বিক্রির বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে এক চোরকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে কটিয়াদী উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ইমাম হোসেন সংবাদ কর্মীকে বলেন রেলস্টেশনে কার্যালয়ে তালা ভেঙে চুরি হয়। চোর কম্পিউটার, রাউটার, আইপিএস মেশিনসহ টিকিট বিক্রির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলার সহস্রাম এলাকা থেকে সাইফুল ইসলাম শরীফ নামে এক ব্যক্তিকে আটক করে। তার বসতঘর থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে
শরীফ কটিয়াদী উপজেলার সহস্রাম গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।