ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরাইলে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০ Logo শাহরাস্তিতে ওলামালীগ নেতা মাদরাসা কমিটির সভাপতি, ৩ সদস্যের পদত্যাগ Logo ব্যালট পেপার ছাপানো’র ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার Logo কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা Logo খুলনা চাঞ্চল্যকর টগর হত্যার প্রধান আসামী গ্রেফতার Logo ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা মেই Logo ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাযিল মাদরাসায় সরকারি বই বিক্রির অভিযোগে শিক্ষার্থীদের ক্ষোভ Logo সি-পুতিন নেতৃত্বে রাশিয়া-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে Logo থিয়েনচিন সম্মেলন গ্লোবাল সাউথকে সুসংহত করেছে:কিউবা Logo থিয়েনচিনে উদ্বোধন চীন-এসসিও সবুজ শিল্প প্ল্যাটফর্ম

গণমানুষের সাথে সংযোগ স্থাপন করবে এবং তাদের জন্য সহজলভ্য হবে প্রেসিডেন্ট সি’কে বাবা সি চং স্যুন

ছাই ইউয়ে মুক্তা: সি চং স্যুন একবার তার ছেলে সি চিন পিং-কে বলেছিলেন: ‘তুমি যত বড় কর্মকর্তাই হও না কেন, আন্তরিকতার সাথে জনগণের সেবা করতে ভুলো না; সত্যিকার অর্থেই জনগণের কথা ভাববে, গণমানুষের সাথে সংযোগ স্থাপন করবে এবং তাদের জন্য সহজলভ্য হবে।’

১৯৪৫ সালের অক্টোবরে মাও সেতুং চীনা কমিউনিস্ট পার্টির কমরেডদের সাথে সি চং স্যুনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, উত্তর-পশ্চিম ব্যুরোর সম্পাদক হিসেবে এই তরুণ কমরেডকে দায়িত্ব দিতে হবে। তাঁর নাম সি চং স্যুন। তিনি জনগণের মধ্য থেকে বেরিয়ে আসা একজন জননেতা।

জাতীয় বিপদের সময়ে জন্মগ্রহণকারী এই সর্বহারা বিপ্লবী সি চং স্যুন কৃষকদের মধ্যে বেড়ে উঠেছেন। জনগণ, বিশেষ করে কৃষকদের প্রতি তাঁর গভীর মমত্ববোধ ছিল। তিনি সবসময় বলতেন, আমি একজন কৃষকের ছেলে।

সি চং স্যুন সুইত্য-র স্থানীয় সিপিসি কমিটির সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে ৫ লাখ ২০ হাজার বাসিন্দার সেবায় আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি দেন। তিনি সকল স্তরের ক্যাডারদের গ্রামে গিয়ে জনসাধারণের জন্য কাজ করতে ও তাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে আহ্বান জানান।

সি চিন পিং বলেন, বাবার আচরণ সম্পর্ককে জানতে হবে, বাবার কাজ দেখে শিখতে হবে, সন্তানসুলভ দৃষ্টিকোণ থেকে বাবাকে অনুসরণ করতে হবে, মিতব্যয়ী জীবন কাটানোর দিক্ষা বাবার কাছ থেকে নিতে হবে।

সি চিন পিং মনে করেন, একজন ব্যক্তি জনগণের সেবা করার মাধ্যমে পিতামাতার প্রতি সবচেয়ে বড় সুবিচার করতে পারে। এই শিক্ষা তিনি পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩০

SBN

SBN

গণমানুষের সাথে সংযোগ স্থাপন করবে এবং তাদের জন্য সহজলভ্য হবে প্রেসিডেন্ট সি’কে বাবা সি চং স্যুন

আপডেট সময় ০৫:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

ছাই ইউয়ে মুক্তা: সি চং স্যুন একবার তার ছেলে সি চিন পিং-কে বলেছিলেন: ‘তুমি যত বড় কর্মকর্তাই হও না কেন, আন্তরিকতার সাথে জনগণের সেবা করতে ভুলো না; সত্যিকার অর্থেই জনগণের কথা ভাববে, গণমানুষের সাথে সংযোগ স্থাপন করবে এবং তাদের জন্য সহজলভ্য হবে।’

১৯৪৫ সালের অক্টোবরে মাও সেতুং চীনা কমিউনিস্ট পার্টির কমরেডদের সাথে সি চং স্যুনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, উত্তর-পশ্চিম ব্যুরোর সম্পাদক হিসেবে এই তরুণ কমরেডকে দায়িত্ব দিতে হবে। তাঁর নাম সি চং স্যুন। তিনি জনগণের মধ্য থেকে বেরিয়ে আসা একজন জননেতা।

জাতীয় বিপদের সময়ে জন্মগ্রহণকারী এই সর্বহারা বিপ্লবী সি চং স্যুন কৃষকদের মধ্যে বেড়ে উঠেছেন। জনগণ, বিশেষ করে কৃষকদের প্রতি তাঁর গভীর মমত্ববোধ ছিল। তিনি সবসময় বলতেন, আমি একজন কৃষকের ছেলে।

সি চং স্যুন সুইত্য-র স্থানীয় সিপিসি কমিটির সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে ৫ লাখ ২০ হাজার বাসিন্দার সেবায় আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি দেন। তিনি সকল স্তরের ক্যাডারদের গ্রামে গিয়ে জনসাধারণের জন্য কাজ করতে ও তাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে আহ্বান জানান।

সি চিন পিং বলেন, বাবার আচরণ সম্পর্ককে জানতে হবে, বাবার কাজ দেখে শিখতে হবে, সন্তানসুলভ দৃষ্টিকোণ থেকে বাবাকে অনুসরণ করতে হবে, মিতব্যয়ী জীবন কাটানোর দিক্ষা বাবার কাছ থেকে নিতে হবে।

সি চিন পিং মনে করেন, একজন ব্যক্তি জনগণের সেবা করার মাধ্যমে পিতামাতার প্রতি সবচেয়ে বড় সুবিচার করতে পারে। এই শিক্ষা তিনি পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।