ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার Logo বান্দরবানে ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্ট Logo দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে- সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

গরমে অতিষ্ঠ খুলনাবাসী

খুলনা প্রতিনিধিঃ জ্যৈষ্ঠ মাস মধু মাস। এই মাসেই সকল সুস্বাদু ফল পাওয়া যায়। ফলের দিক থেকে মধু মাস হলে এই মাসে তাপদাহ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে খুলনাবাসী।
সকাল হলেই সাধারন খেটে খাওয়া মানুষগুলি বেঁচে থাকার তাগিদে কর্মের সন্ধানে বের হয়। সারাদিন দিন পরিশ্রম করে যে রোজগার হয় তাই দিয়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন কাটে তাদের।
বর্তমানে তাপদাহের কারনে এই কর্মজীবি মানুষ গুলি পড়েছে সবচেয়ে বেশী বিপদে তারা কাজে গিয়ে গরমে কাজ না করে ফিরে আসছে বাড়িতে। গরমের কারনে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। এর ভেতরে আবার শুরু হয়েছে বিদ্যুৎ এর লোড শোডিং। দিনের বেলায় বিদ্যুৎ না থাকলে মানুষ গাছের তলায় গিয়ে একটু শিতল হওয়ার চেষ্টা করলেও রাতে পড়ছে মহা বিপদে। রাতে ৩ থেকে ৪ বার লোড শোডিং হচ্ছে। একবার লোড শোডিং হলে ২ ঘন্টার কমে বিদ্যুৎ আসে না। ঘুম আসার পরে বিদ্যুৎ চলে গেলে ঘুম ভেঙ্গে যায়। না ঘুমিয়ে বসে থাকতে হয় বিদ্যুৎ এর আসায়। দিনে প্রচুর তাপদাহের কারনে মানুষ খুব বেশী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। বাজারের ব্যাবসায়ীগন গরমের মধ্যে দোকানে এসে বসলেও ক্রেতা শুন্য হয়ে পড়েছে বাজার। কোন বেচাকেনা নেই বললেই চলে। প্রচন্ড তাপদহের ফলে রাস্তার পিচ গলে গলে পড়ছে। ছোট, বৃদ্ধ, যুবক সকল শ্রেনীর মানুষ হয়ে পড়ছে অসুস্থ্য। হাসপাতাল গুলিতে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানুষের পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছে গৃহ পালিত পশু পাখি। গাছের ফল ঝরে যাচ্ছে। পাতা শুকিয়ে গাছ মারা যাওয়ার উপক্রম হয়েছে। মৎস্য ঘেরে সল্প পানি থাকায় পানি গরম হয়ে মাছ মারা যাচ্ছে এবং নতুন মাছ ছাড়তে পারছে না। বীজ রোপনের সময় হলেও কৃষক পারছে না বীজ রোপন করতে।
এই প্রচন্ড তাপদাহ থেকে বাঁচতে একটু বৃষ্টির আশায় বুক বেধে বসে আছে, মহান সৃষ্টি কর্তার কৃপার আশায়।

অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল

SBN

SBN

গরমে অতিষ্ঠ খুলনাবাসী

আপডেট সময় ০৩:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

খুলনা প্রতিনিধিঃ জ্যৈষ্ঠ মাস মধু মাস। এই মাসেই সকল সুস্বাদু ফল পাওয়া যায়। ফলের দিক থেকে মধু মাস হলে এই মাসে তাপদাহ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে খুলনাবাসী।
সকাল হলেই সাধারন খেটে খাওয়া মানুষগুলি বেঁচে থাকার তাগিদে কর্মের সন্ধানে বের হয়। সারাদিন দিন পরিশ্রম করে যে রোজগার হয় তাই দিয়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন কাটে তাদের।
বর্তমানে তাপদাহের কারনে এই কর্মজীবি মানুষ গুলি পড়েছে সবচেয়ে বেশী বিপদে তারা কাজে গিয়ে গরমে কাজ না করে ফিরে আসছে বাড়িতে। গরমের কারনে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। এর ভেতরে আবার শুরু হয়েছে বিদ্যুৎ এর লোড শোডিং। দিনের বেলায় বিদ্যুৎ না থাকলে মানুষ গাছের তলায় গিয়ে একটু শিতল হওয়ার চেষ্টা করলেও রাতে পড়ছে মহা বিপদে। রাতে ৩ থেকে ৪ বার লোড শোডিং হচ্ছে। একবার লোড শোডিং হলে ২ ঘন্টার কমে বিদ্যুৎ আসে না। ঘুম আসার পরে বিদ্যুৎ চলে গেলে ঘুম ভেঙ্গে যায়। না ঘুমিয়ে বসে থাকতে হয় বিদ্যুৎ এর আসায়। দিনে প্রচুর তাপদাহের কারনে মানুষ খুব বেশী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। বাজারের ব্যাবসায়ীগন গরমের মধ্যে দোকানে এসে বসলেও ক্রেতা শুন্য হয়ে পড়েছে বাজার। কোন বেচাকেনা নেই বললেই চলে। প্রচন্ড তাপদহের ফলে রাস্তার পিচ গলে গলে পড়ছে। ছোট, বৃদ্ধ, যুবক সকল শ্রেনীর মানুষ হয়ে পড়ছে অসুস্থ্য। হাসপাতাল গুলিতে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানুষের পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছে গৃহ পালিত পশু পাখি। গাছের ফল ঝরে যাচ্ছে। পাতা শুকিয়ে গাছ মারা যাওয়ার উপক্রম হয়েছে। মৎস্য ঘেরে সল্প পানি থাকায় পানি গরম হয়ে মাছ মারা যাচ্ছে এবং নতুন মাছ ছাড়তে পারছে না। বীজ রোপনের সময় হলেও কৃষক পারছে না বীজ রোপন করতে।
এই প্রচন্ড তাপদাহ থেকে বাঁচতে একটু বৃষ্টির আশায় বুক বেধে বসে আছে, মহান সৃষ্টি কর্তার কৃপার আশায়।