ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা Logo দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের ১০টি অভিযানে সাড়ে ৩৮ লক্ষ টাকা জরিমানা Logo তথ্য অধিকার আইনে আবেদনের এক বছরেও মিলেনি প্রকল্পের তথ্য Logo কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন Logo বুড়িচ ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন Logo সরাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল Logo কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ Logo পবায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট Logo বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

গলাচিপায় এস. ডি. এফ-এর আওতায় ষ্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম

আবুতালেব, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প কম্পোনেন্ট – ৩ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আওতায় পণ্যবাহী স্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম পাওয়া গেছে। ফিরোজ গাজী সভাপতি তুলারাম আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠন পানপট্টি গলাচিপা, পটুয়াখালী ও আব্দুর রব হাওলাদার আহবায়ক এপ্রিপিয়েট ফিশিং ইন্টারভেশন ইনক্রিমেন্টেশন ইনপ্লিটমেটেশন বাস্তবায়ন কমিটি পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী জানান, স্টিল বডি ট্রলার সরবরাহ টেন্ডার পত্র ছয়টি দুই গ্রামের ক্রয় কমিটির ঠিকানায় পাঠানোর কথা থাকলেও তা ক্রয় কমিটির ঠিকানায় না পাঠিয়ে এস. ডি. এফ ক্লাসটার অফিসার গলাচিপা নরেশ ওঝা স্যারের কাছে পাঠানো হয়েছে। এই ছয়টি টেন্ডার পত্র একজনের হাতের লেখা। তারা আরো জানান এই টেন্ডার প্রক্রিয়ায় ২ লক্ষ টাকার গরমিল পাওয়া গেছে। ফিরোজ গাজী জানান, যে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই ট্রলার দুটি বানানো হবে তাতে এই ট্রলার দুটি আমাদের কোন কাজে আসবে না। শুধু শুধু সরকারের অর্থ অপচয় হবে।

এ বিষয়ে ক্লাসটার অফিসার নরেশ ওঝার কাছে জানতে চাইলে তিনি জানান, ঠিকাদাররা আমাদের অফিস চেনেন তাই আমাদের অফিসে এই ছয়টি টেন্ডার পত্র জমা দিয়ে গেছেন। ছয়টি টেন্ডারপত্র একই হাতের লেখা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছয়টি টেন্ডার পত্র জমা দিয়েছেন, এই ছয়টি টেন্ডার পত্রের হাতের লেখা দেখা যায় তো একই রকমের। প্রতিবেদক ছয়টি টেন্ডার পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

SBN

SBN

গলাচিপায় এস. ডি. এফ-এর আওতায় ষ্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম

আপডেট সময় ০৬:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

আবুতালেব, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প কম্পোনেন্ট – ৩ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আওতায় পণ্যবাহী স্টীল বডি ট্রলার সরবরাহ টেন্ডারে অনিয়ম পাওয়া গেছে। ফিরোজ গাজী সভাপতি তুলারাম আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠন পানপট্টি গলাচিপা, পটুয়াখালী ও আব্দুর রব হাওলাদার আহবায়ক এপ্রিপিয়েট ফিশিং ইন্টারভেশন ইনক্রিমেন্টেশন ইনপ্লিটমেটেশন বাস্তবায়ন কমিটি পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী জানান, স্টিল বডি ট্রলার সরবরাহ টেন্ডার পত্র ছয়টি দুই গ্রামের ক্রয় কমিটির ঠিকানায় পাঠানোর কথা থাকলেও তা ক্রয় কমিটির ঠিকানায় না পাঠিয়ে এস. ডি. এফ ক্লাসটার অফিসার গলাচিপা নরেশ ওঝা স্যারের কাছে পাঠানো হয়েছে। এই ছয়টি টেন্ডার পত্র একজনের হাতের লেখা। তারা আরো জানান এই টেন্ডার প্রক্রিয়ায় ২ লক্ষ টাকার গরমিল পাওয়া গেছে। ফিরোজ গাজী জানান, যে নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে এই ট্রলার দুটি বানানো হবে তাতে এই ট্রলার দুটি আমাদের কোন কাজে আসবে না। শুধু শুধু সরকারের অর্থ অপচয় হবে।

এ বিষয়ে ক্লাসটার অফিসার নরেশ ওঝার কাছে জানতে চাইলে তিনি জানান, ঠিকাদাররা আমাদের অফিস চেনেন তাই আমাদের অফিসে এই ছয়টি টেন্ডার পত্র জমা দিয়ে গেছেন। ছয়টি টেন্ডারপত্র একই হাতের লেখা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি জানান, তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছয়টি টেন্ডার পত্র জমা দিয়েছেন, এই ছয়টি টেন্ডার পত্রের হাতের লেখা দেখা যায় তো একই রকমের। প্রতিবেদক ছয়টি টেন্ডার পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।