
আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (১৬ জুলাই) বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ভিডিও চিত্রের মাধ্যমে জুলাই মাসের শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগের ইতিহাস প্রদর্শন, যা উপস্থিত সকলের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাই মাসের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল কিন্তু বেদনার অধ্যায়। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, তাঁদের ত্যাগের মহিমাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এই ভিডিও চিত্র প্রদর্শনী সেই প্রচেষ্টারই একটি অংশ, যাতে তরুণরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে হৃদয়ে ধারণ করতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।”
তিনি আরও বলেন, “শহীদদের দেখানো পথ অনুসরণ করে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত।”
আলোচনা সভায় বক্তারা জুলাই মাসের শহীদদের জীবনের বিভিন্ন দিক এবং দেশের জন্য তাঁদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে, প্রামাণ্যচিত্রে শহীদদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার, তৎকালীন পত্রপত্রিকার খণ্ডচিত্র এবং ঐতিহাসিক ফুটেজ দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাইয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি