
আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল ছাড়পত্র (টিসি) দিতে অস্বীকৃতি জানানোয় এক স্কুল অফিস সহকারীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. তহিদুল ইসলাম গলাচিপা সদর ইউনিয়নের বি,পি,সি স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত।
ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই, ২০২৫ বুধবার আনুমানিক রাত ৮:৩০ ঘটিকায় গলাচিপা সদর ইউনিয়নের শ্রীনাথ বাজারে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, বি,পি, সি, স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রীকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য তানভীর ও শাকিল নামের দুই যুবক অফিস সহকারী তহিদুলের কাছে টিসি দাবি করে। এসময় তহিদুল প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া টিসি দেওয়া সম্ভব নয় বলে জানান এবং তাদের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে তানভীর ও শাকিল তাকে বলেন, “তুই যে কথাগুলো বলিস, এটা কি বাংলা না ইংলিশ? আমরা টিসি চাইছি, তুই টিসি দিবি।” তহিদুলের বক্তব্য অনুযায়ী, তিনি একজন অফিস সহকারী হিসেবে সরাসরি টিসি ইস্যু করতে পারেন না—এই নিয়ম মানতে নারাজ ছিলেন তারা।