
আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলে ফেরার পথে ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ পাওয়া গেছে। বুধবার ২ এপ্রিল আনুমানিক সকাল ৯টার সময় তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ১ এপ্রিল মঙ্গলবার একদল যুবক ট্রলার যোগে দশমিনা উপজেলার পাতারচরে ফুটবল খেলে ফেরার পথে আনুমানিক বিকেল ৫টার সময় গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রাম সংলগ্ন নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময়
ট্রলারে থাকা সব যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোঃ জামাল হোসেন (২৫) নামের এক যুবক নিখোঁজ হন। নিখোঁজ জামাল রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিম হাওলা গ্রামের মোঃ কালাম শরীফের ছেলে।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। প্রায় ১৬ঘন্টা পরে তেঁতুলিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।