আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে তরিকুল ইসলাম তুহিন (৩২) নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০মিনিটের সময় গোলখালীর সুহরী ব্রিজ সংলগ্ন তালতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তরিকুল ইসলাম তুহিন গোলখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহিম খানের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০মিনিটের সময় তুহিন মোটরসাইকেল যোগে সুহরী ব্রিজ বাজারে যাচ্ছিল পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা রড ভর্তি একটি ট্রাক খুলনা মেট্রো-ট ১১-২১৪৮ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক তুহিন ঘটনাস্থলেই মারা যান। নিহত তুহিন গলাচিপা উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য। তিনি সুহরী ব্রিজ বাজারে ইলেকট্রনিক এর ব্যবসা করতেন।
পরবর্তিতে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তিনি উত্তেজিত জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।