ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোট ধর্মঘট: যাত্রী ভোগান্তি চরমে Logo রূপসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নওগাঁয় রাণীনগরে রক্তদাতা প্ল্যাটফর্ম রাণীনগর অর্গানাইজেশন এর গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন Logo স্বৈরাচার শেখ হাসিনার নেতাকর্মীরা দেড় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন – মান্না Logo বুড়িচংয়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে পুলিশে সোপর্দ Logo বিএনপি জনগণের আশা ও স্বপ্নপূরণে বদ্ধপরিকর … ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন Logo দুখু মিয়া Logo বালুর রাজ্য থেকে সবুজ ভূমি: সিনচিয়াংয়ের রূপান্তরের গল্প Logo পবায় নারী কে গলা কেটে হত্যা Logo ব্রাহ্মণপাড়ায় নারী মাদককারবারী গ্রেফতার

গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোট ধর্মঘট: যাত্রী ভোগান্তি চরমে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্পিডবোট ঘাট ও রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ঘাটের মধ্যে চলমান বিরোধের জেরে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার হাজার হাজার যাত্রী। আবহাওয়ার কারণে যাত্রী কমে যাওয়ায় দৈনিক হাজিরার ভিত্তিতে নিযুক্ত দুই কর্মচারীকে বাদ দেওয়াকে কেন্দ্র করে এই সমস্যার সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, সম্প্রতি আবহাওয়া প্রতিকূল থাকায় গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোটের যাত্রীসংখ্যা হ্রাস পায়। এমতাবস্থায়, বোয়ালিয়া স্পিডবোট কর্তৃপক্ষ ঘাটে দৈনিক হাজিরার ভিত্তিতে নিযুক্ত দুই কর্মচারী, হাসান মৃধা ও কালু মৃধাকে (উভয়ই কোড়ালিয়া ঘাট থেকে আগত) অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে কোড়ালিয়া ঘাট থেকে আসা, হাসান মৃধা ও কালু মৃধা কোরালিয়া ঘাটের কাউন্টার বন্ধ করে দেন।

পরিস্থিতি নিরসনে এবং একটি সমঝোতায় আসার জন্য বোয়ালিয়া ঘাট থেকে স্পিডবোট কর্তৃপক্ষের কয়েকজন সদস্য কোড়ালিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কোড়ালিয়া ঘাটে পৌঁছামাত্র তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় বোয়ালিয়া স্পিডবোট কর্তৃপক্ষের তিনজন সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন:রাসেল মোল্লা আনু মানিক (৩৫) রুলহাস মৃধা অহিদুল মৃধা আহতদের দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

স্পিডবোট চলাচল বন্ধ থাকায় দুই পাড়ের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী এবং অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। স্পিডবোট কর্তৃপক্ষ জানিয়েছে, যতদিন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার না হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধান না হবে, ততদিন পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
স্থানীয় জনসাধারণ ও যাত্রীরা দ্রুত এই সমস্যার সমাধান এবং নৌপথে শান্তি ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুতই একটি গ্রহণযোগ্য সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং যাত্রী দুর্ভোগের অবসান হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোট ধর্মঘট: যাত্রী ভোগান্তি চরমে

SBN

SBN

গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোট ধর্মঘট: যাত্রী ভোগান্তি চরমে

আপডেট সময় ১১:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া স্পিডবোট ঘাট ও রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ঘাটের মধ্যে চলমান বিরোধের জেরে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার হাজার হাজার যাত্রী। আবহাওয়ার কারণে যাত্রী কমে যাওয়ায় দৈনিক হাজিরার ভিত্তিতে নিযুক্ত দুই কর্মচারীকে বাদ দেওয়াকে কেন্দ্র করে এই সমস্যার সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, সম্প্রতি আবহাওয়া প্রতিকূল থাকায় গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোটের যাত্রীসংখ্যা হ্রাস পায়। এমতাবস্থায়, বোয়ালিয়া স্পিডবোট কর্তৃপক্ষ ঘাটে দৈনিক হাজিরার ভিত্তিতে নিযুক্ত দুই কর্মচারী, হাসান মৃধা ও কালু মৃধাকে (উভয়ই কোড়ালিয়া ঘাট থেকে আগত) অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে কোড়ালিয়া ঘাট থেকে আসা, হাসান মৃধা ও কালু মৃধা কোরালিয়া ঘাটের কাউন্টার বন্ধ করে দেন।

পরিস্থিতি নিরসনে এবং একটি সমঝোতায় আসার জন্য বোয়ালিয়া ঘাট থেকে স্পিডবোট কর্তৃপক্ষের কয়েকজন সদস্য কোড়ালিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কোড়ালিয়া ঘাটে পৌঁছামাত্র তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় বোয়ালিয়া স্পিডবোট কর্তৃপক্ষের তিনজন সদস্য গুরুতর আহত হন। আহতরা হলেন:রাসেল মোল্লা আনু মানিক (৩৫) রুলহাস মৃধা অহিদুল মৃধা আহতদের দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

স্পিডবোট চলাচল বন্ধ থাকায় দুই পাড়ের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে জরুরি কাজে যাতায়াতকারী এবং অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। স্পিডবোট কর্তৃপক্ষ জানিয়েছে, যতদিন পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার না হবে এবং একটি শান্তিপূর্ণ সমাধান না হবে, ততদিন পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
স্থানীয় জনসাধারণ ও যাত্রীরা দ্রুত এই সমস্যার সমাধান এবং নৌপথে শান্তি ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুতই একটি গ্রহণযোগ্য সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং যাত্রী দুর্ভোগের অবসান হবে।