
মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো: আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা, গাইবান্ধা সিভিল সার্জন ডা: মো: আব্দুল্লাহেল মাফী, গাইবান্ধা সরকারি কলেজের প্রফেসর মো: খলিলুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।