
মোনায়েম মন্ডল
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় অসহায় দরিদ্র আবুল কালাম নামের জনৈক ব্যক্তির ঘর। তার থাকার জন্য একমাত্র ঘরটি ঘুর্ণিঝড়ে পড়ে যাওয়ায় এবং অর্থের অভাবে ঘর মেরামত করতে না পারায় স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে রান্না ঘরে কোন ঠাসা হয়ে রাত্রি যাপন করতে হচ্ছে। তাই তার একমাত্র ঘরটি মেরামতের জন্য সরকারী বেসরকারী সহ দেশের দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশ, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র অসহায় দরিদ্র দিনমজুর আবুল কালাম তার পৈত্রিক ভিটায় একটি ঘর নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিলেন। কিন্তু অন্যান্য বছরের মত এবারও গত ১৩ এপ্রিল’২০২৫ ইং তারিখে প্রকৃতির কড়াল থাবা কালবৈশাখী ঝড়ে তার একমাত্র ঘরটি দুমড়ে মুচড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। কিন্তু তার আর্থিক সংকুলান না হওয়ায় ঘরটি মেরামত করতে পাচ্ছে না। ফলে স্ত্রী সন্তানদের নিয়ে তার একমাত্র রান্না ঘরে রাত্রি যাপন করতে হচ্ছে।
এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, তার ৪টি সন্তান, এর মধ্যে ৩টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি গাইবান্ধায় একটি নার্সিং কলেজে পড়ে। ১টা ছেলে টেকনিক্যালে পড়ে, ১টা মাদ্রাসায় পড়ে আর ১টা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। অভাবের এই সংসারে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে আমি একজন হত দরিদ্র দিনমজুর প্রকৃতির ব্যক্তির পক্ষে ঘুর্ণিঝড়ে পড়ে যাওয়া ঘরটি মেরামত করতে পাচ্ছি না। ফলে নিরুপায় হয়ে রান্না ঘরে রাত্রি যাপন করছি।
আবুল কালাম আরো বলেন, চাষারী কার করি। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অন্যের জমি বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করছি। পড়ে তিনি নিম্ন বর্ণিত একটি বিকাশ/নগদ নাম্বার দিয়ে আর্থিক সহযোগিতা কামনা করেন। তার বিকাশ/ নগদ নাম্বার হলো- ০১৯৮৩-৩৩৫৩৪৬