
মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে মাঝিপাড়া গ্রামের মোঃ আনোয়ার মিয়ার স্ত্রী রাজিয়া তার শিশু সন্তান সহ রেললাইনে আত্মহত্যা করার উদ্দেশে আদর্শ কলেজের সামনে রেল লাইনে ট্রেনের সম্মুখী অবস্থান করে। তাদের বাঁচাতে গিয়ে ফুলছড়ি ঘাটের কাপড় ব্যবসায়ী, মোঃ জাহিদুল ইসলাম (খলিফা) ছেলে একমাত্র ছেলে,গাইবান্ধা এসকেএস স্কুল এন্ড কলেজর এইচএসসি ২য় বষের ছাত্র, মোঃ জোবাইর ইসলাম (জামিল) ও রাজিয়া ট্রেনের ধাক্কায় নিহত হয়। এবং রাজিয়ার কোলে থাকা শিশু পুত্র আবির আহত। গাইবান্ধা আদর্শ কলেজের সামনে আজ সকাল ০৯:৩০ মিনিটে গাইবান্ধা রেল স্টেশন থেকে ছেড়ে আসা,বগুড়া গামী লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে।