
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সারাদেশের মতো গাইবান্ধাতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ। আজ (সোমবার, ১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মাধ্যমে গাইবান্ধাবাসী মেতে ওঠে উৎসবে।
সকাল ৯টার দিকে গাইবান্ধা পৌরপার্ক থেকে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, সংগঠনসহ বিভন্ন শ্রেণিপেশার নানা বয়সী মানুষ।
শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, মাছ, পাখিসহ নানা বিশালাকৃতির শিল্পকর্ম ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। অংশগ্রহণকারীরা লাল-হলুদ-সবুজ রঙের পোশাকে সেজে, মাথায় ফুলের মালা আর হাতে পতাকা নিয়ে মাতেন উৎসবে।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। পরে জেলার সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে, এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও এতে বিভিন্ন শ্রেণিপেশার নানা বয়সী মানুষ অংশ নেন।
এদিকে বর্ষবরণ উপলক্ষে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা।