
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
গাইবান্ধায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (১৫) নামের এক কিশোর জুলাই যোদ্ধা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নের শাহেদ আলীর ছেলে। তিনি জুলাই যোদ্ধা সংগঠনের ‘সি’ ক্যাটাগরির সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির বৈদ্যুতিক বোর্ডে ত্রুটি দেখা দিলে আনারুল তা মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত শর্ট সার্কিট লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় হোসেন মিয়া বলেন, “বাড়ির কারেন্টের কাজ করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটে। ছেলেটা খুব ভালো ছিল, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
নিহতের বাবা শাহেদ আলী বলেন, “আমার ছেলেকে হারিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা।”
পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনারুল ইসলামের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
Show quoted text