ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) গাইবান্ধা সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, ডিএই, সদর, গাইবান্ধা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদ আল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল আলম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার পৌঁছে দেওয়া হচ্ছে যেন তারা সহজে রবি ফসল চাষ করতে পারেন। এতে একদিকে কৃষক উপকৃত হবেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”

কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি, সরিষা, গম, চিনাবাদাম, মুগ, মসুর, খেসারি, পেঁয়াজ, সয়াবিন ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এর মাধ্যমে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বীজ ও সার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় ০৬:৩০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) গাইবান্ধা সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, ডিএই, সদর, গাইবান্ধা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদ আল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল আলম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার পৌঁছে দেওয়া হচ্ছে যেন তারা সহজে রবি ফসল চাষ করতে পারেন। এতে একদিকে কৃষক উপকৃত হবেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”

কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি, সরিষা, গম, চিনাবাদাম, মুগ, মসুর, খেসারি, পেঁয়াজ, সয়াবিন ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এর মাধ্যমে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা বীজ ও সার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।