
মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিনি মাঠের সার্বিক অবস্থা, অবকাঠামো ও বিদ্যমান সুবিধাসমূহ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন— বিসিবি পরিচালক হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবি আম্পায়ার শাকির,
জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বিসিবি কাউন্সিলর শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তীসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
মতবিনিময় সভায় আসিফ আকবর বলেন,
“ঢাকার মতো সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে মাঠমুখী করতে হবে।”
তিনি আরও বলেন, গাইবান্ধা স্টেডিয়াম ইতোমধ্যে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, তবে ক্রিকেটের উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সুবিধা জরুরি। এর মধ্যে রয়েছে—ঘাস কাটার মেশিন, রোলার, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর সুবিধা, প্রশিক্ষণ ও একাডেমিক উন্নয়ন এবং মাঠ সংস্কার।
মুক্তির লড়াই ডেস্ক : 


























