
ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সম্পর্কে জাতিসংঘে চীনের স্থানীয় প্রতিনিধি ফু ছোং বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি ইসরায়েলকে জর্ডান নদীর পশ্চিম তীরে সামরিক অভিযান বন্ধ করার আহ্বানও জানান।
গত ২৫ শে ফেব্রুয়ারিত (মঙ্গলবার) অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন-ইসরায়েল সমস্যাবিষয়ক উন্মুক্ত সভায় তিনি আরও বলেন, সম্প্রতি গাজা যুদ্ধবিরতি চুক্তি ঘন ঘন লঙ্ঘনের ঘটনা ঘটেছে, চীন এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার আহ্বান জানায়, বিশেষ করে মানবিক সহায়তাপণ্যের প্রবেশ, আটক ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে সদিচ্ছা নিয়ে যুদ্ধবিরতি চুক্তির বিধান কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এখন যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় পর্যায় স্থগিত করা হয়েছে, আন্তর্জাতিক সমাজের উচিত যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা এগিয়ে নেওয়া।
তিনি বলেন, জর্ডান নদীর পশ্চিম তীর অন্য একটি গাজা হতে পারে না। চীন ইসরায়েলকে পশ্চিম তীরে সামরিক অভিযান বন্ধ করতে, বসতি এলাকা সম্প্রসারণ বন্ধ করতে, বসতি স্থাপনকারীদের সহিসংতা দমন করতে, এবং সব পক্ষকে একসঙ্গে গাজা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে আহ্বান জানায়।
তিনি আরও বলেন, যুদ্ধ-পরবর্তী গাজা পরিচালনার ক্ষেত্রে ‘ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিন শাসন’ নীতি অনুসরণ করতে হবে এবং আন্তর্জাতিক সমাজের উচিত গাজার পুনর্গঠনে সহায়তা করা। ‘দুই রাষ্ট্র তত্ত্বের’ ভিত্তিতে ফিলিস্তিন সমস্যা সমাধানে আন্তর্জাতিক সমাজের উচিত জোর প্রচেষ্টা চালানো। মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার ও ফিলিস্তিন সমস্যার সার্বিক, ন্যায্য ও স্থায়ী সমাধান অর্জনের জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রচেষ্টা চালিয়ে যাবে।
সূত্র: তুহিনা-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।