
মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে।
সোমবার আনুমানিক ভোর ৪ টার সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী থানার রাজাবাড়িহাট যুব প্রশিক্ষণের গেট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থেকে রাজশাহী গামী এম্বুলেন্স ও চাঁপাইনবাবগঞ্জ গামী ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সে থাকা ড্রাইভারসহ ৩ জন ঘটনা স্থানেই মারা যায়। ও দুই জনকে অহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে তাদের অবস্থাও আশঙ্কা জনক।