
গোধূলি বেলার আকাশ
শাহনাজ পারুল
তুমি কি আসবে আমার জীবনে
এই গোধূলি বেলায়?
তোমার কাব্যিক ভাষার অসহ্য প্রেমে
পড়ে গেছি এক্কেবারে তেলে-বেগুনে
জ্বলে ওঠার মতো
নিজেকে আড়াল করে রাখতে চেয়েছি
তোমার সর্বনাশা শব্দ চয়ন আমার
রুদ্র দ্বার ভেদ করে পৌঁছে গিয়েছে
এক্কেবারে হৃদ গৃহে!
অচল স্বপ্নরা দানা বেঁধে ঘুরে দাঁড়িয়েছে!!
ফিরতে মন চাইছে যৌবনের
সেই… ষোলটি বসন্তে !
আজ ফেরার পথকে না বলতে
চাইলেও সে আগত!
তুমি কি আসবে আমার জীবনে
এই অবেলায়?
জ্যোতিময় ভুবনে…শর্তহীন ভালোবাসা
দিয়ে তোমার মনের আকাশকে
জ্যোৎস্নায় প্লাবিত করে দিব
সংসার তো আর বাঁধতে পারবোনা
উপচে পড়া যৌবন তো নেই!
শুধু হৃদয়ের মুগ্ধ অনুভবে!!
চুপি চুপি ভালোবাসার মননে
করব হৃদয় হনন।