ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বন্দর চুক্তি নিয়ে গোপনীয়তা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ Logo ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক Logo গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক রফিকুল আটক Logo লালমনিরহাটে হামদ, নাত, গজল প্রতিযোগীতা ও শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ Logo রামগতিতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১০ জন জেলে আটক Logo কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর মোটর সাইকেল র‍্যালি Logo বরুড়ায় হাজী আবদুল গফুর ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান Logo কটিয়াদীতে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার Logo গাইবান্ধা স্টেডিয়ামের উন্নয়ন সম্ভাবনা দেখছেন বিসিবি পরিচালক আসিফ আকবর

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক রফিকুল আটক

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকালে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন পেনশনের ২৪ হাজার টাকা সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে আগে থেকেই ওত পেতে থাকা রফিকুল তাকে উত্তোলিত টাকার মধ্যে জাল নোট আছে বলে বিভ্রান্ত করেন। পরে টাকা পরীক্ষার নাম করে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ব্যাংক ত্যাগ করেন। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লে ভুক্তভোগী পরে থানায় লিখিত অভিযোগ করেন।

আজ (রবিবার) সকালে একই ব্যাংকে আবারও প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় রফিকুলকে। সিসিটিভিতে পূর্বের ঘটনায় তার পরিচয় নিশ্চিত হওয়ায় ব্যাংকে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে সহকারী মহাব্যবস্থাপক (এএমজি) ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও তার টিম ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি যাচাই করে রফিকুলকে গ্রেপ্তার করে।

সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার এএমজি ফেরদৌস আহমেদ বলেন, “এর আগের ঘটনার পর আমরা নজরদারি বাড়াই এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করি। গ্রাহকদেরও লেনদেনের সময় সতর্ক থাকা জরুরি।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দর চুক্তি নিয়ে গোপনীয়তা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ

SBN

SBN

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক রফিকুল আটক

আপডেট সময় ০৪:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)। রবিবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকালে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন পেনশনের ২৪ হাজার টাকা সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে আগে থেকেই ওত পেতে থাকা রফিকুল তাকে উত্তোলিত টাকার মধ্যে জাল নোট আছে বলে বিভ্রান্ত করেন। পরে টাকা পরীক্ষার নাম করে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ব্যাংক ত্যাগ করেন। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লে ভুক্তভোগী পরে থানায় লিখিত অভিযোগ করেন।

আজ (রবিবার) সকালে একই ব্যাংকে আবারও প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় রফিকুলকে। সিসিটিভিতে পূর্বের ঘটনায় তার পরিচয় নিশ্চিত হওয়ায় ব্যাংকে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে সহকারী মহাব্যবস্থাপক (এএমজি) ফেরদৌস আহমেদের কক্ষে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও তার টিম ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি যাচাই করে রফিকুলকে গ্রেপ্তার করে।

সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার এএমজি ফেরদৌস আহমেদ বলেন, “এর আগের ঘটনার পর আমরা নজরদারি বাড়াই এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করি। গ্রাহকদেরও লেনদেনের সময় সতর্ক থাকা জরুরি।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”