গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গিকার কৃষিই সমৃদ্ধি কৃষি হবে দুর্বার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে
২০২২-২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয়ে ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্ভোদন করা হয়েছে।
বুধবার ( ১৭ মে) সকাল ১০ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রহনপুর নওদা মিশন (ষাড়ব্রুজ) মাঠে এই ধান কর্তনের উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফিরোজ আলি, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সেরাজুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো: আব্দুর রাজ্জাক, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ও সমলয়ের সভাপতি মোঃ সাইদুর রহমান প্রমূখ।
পরে প্রধান অতিথি আধুনিক কম্বাইন হারভেস্টার যান্ত্রিক মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্ভোধন করেন।