গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২৩ অর্থ বছরের খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণে মাধ্যমে সমলয় চাষবাদের রোপা আমন (উফশী) ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ব্লকে এই ধান কর্তনের উদ্ভোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মাসুম, এতে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজ রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাঃ মেহরুন নেসা, স্থানীয় কৃষক প্রমুখ।
পরে অতিথিবৃন্দ আধুনিক কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের উদ্ভোধন করেন।