গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলহাজ্ব হুমায়ুন রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, আলী নগর ইউনিয়ন চেয়ারম্যান মাসুম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসুল ইসলাম সোহেলসহ এ আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।