চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক এই সভার আয়োজন করা হয়।
রহনপুর স্টেশনবাজার ব্যবসায়ী কল্যান বহুমুখী সমবায় সমিতির সভাপতি মুঃ নাজমুল হুদা খান রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা মতিউর রহমান, সাবেক সভাপতি ও উপদেষ্টা আশরাফুল ইসলাম আশরাফ, সাবেক সভাপতি রেজাউল ইসলাম, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মাসুদ রানা, রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান (বাবু) ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম প্রমূখ।
সভায় ২০২১-২০২২ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব, নতুন সদস্য নেওয়া, ঋন কার্যক্রম, মরনোত্তর সনদ এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয়।
আলোচনা সভা শেষে রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করা হয়।