ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন: চীনা মুখপাত্র Logo শ্রীলংকা চীনের সঙ্গে বহুপাক্ষিক অবস্থানে সমন্বয় জোরদার করতে ইচ্ছুক Logo চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভিয়েতনাম জাপানের প্রতিনিধি দলের বৈঠক Logo চীন-শ্রীলঙ্কা সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতার নতুন পরিকল্পনা প্রণয়ন Logo শিক্ষার্থীদের তোপের মুখে ম্যাজিস্ট্রেটের গাড়িতে বসেই প্রধান শিক্ষকের পদত্যাগ Logo অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য Logo বুড়িচংয়ে তারুণ্যের উৎসব উদযাপন জুলাই ৩৬ সংক্রান্ত, পরিচ্ছন্নতা, বর্জ্য শূন্যতার প্রচার অভিযান ও পুরষ্কার বিতরণ Logo লাকসাম জুয়েলারি সমিতির পরিচিতি সভা ও সংবর্ধনা Logo লাকসামে অগ্নিকাণ্ডে  তিন পরিবারের  নয়টি ঘর পুড়ে ছাই Logo সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্ভোধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর রাইস ট্রন্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১জুলাই) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ব্লকে ৫০ একর জমিতে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসমা খাতুন সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী, আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোহাম্মদ মাসুম, কৃষক তাহের আলীসহ এলাকার কৃষকরা।

শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে কৃষকেরা ধান আবাদে লাভবান হতে পারতেন না, এ সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণে লাভবান হচ্ছেন। এই যন্ত্রের সাহায্যে সমগভীরতায়, সমদূরত্বে এবং অল্প শ্রমে কৃষকরা ধানের চারা রোপণ করছে। এতে সময় কম লাগছে, খরচ কম লাগছে এবং ফলন বাড়ছে।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোহাম্মদ মাসুম জানান, কৃষকদের জমি চাষবাদে সব চেয়ে বড় খরচ চলে যায় শ্রমিক খরচে। এই পদ্ধতিতে জমি চাষবাদে শ্রমিক খরচ সীমিত। তাছাড়া স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের ভূমিকা প্রশংসনীয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠিয়ে পাঠিয়ে অনেক নতুন নতুন কৃষি প্রজেক্ট নিয়ে এসে এই উপজেলায় স্মার্ট কৃষি বিনির্মাণে কাজ করছেন। আশা করি তিনি আগামীতেও এই ভূমিকা অব্যহত রাখবেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ৪০/৫০ মিনিটে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব। সনাতন পদ্ধতিতে যেখানে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে শ্রমিক খরচ লাগে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা সেখানে অল্প খরচে ও স্বল্প সময়ে ধানের চারা রোপণ করা হচ্ছে। এতে কৃষকদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি শ্রমিক সংকটেরও সমস্যা সমাধান হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, ধানের আবাদে খরচ বাড়ার কারণে কৃষকেরা লাভবান হতে পারছেন না। শ্রমিক সংকট, মজুরি বেশি ও অতিরিক্ত খরচের কারণে ধান চাষবাদে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছেন সেজন্য কৃষিবান্ধব সরকার স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যেগ নিয়েছেন।
সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন।
তিনি আরো বলেন, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা পর্যন্ত জমিতে ধান রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণের ফলে কৃষকদের খরচ অনেকটাই কমে আসবে। কৃষদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন: চীনা মুখপাত্র

SBN

SBN

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্ভোধন

আপডেট সময় ০৫:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর রাইস ট্রন্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১জুলাই) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ব্লকে ৫০ একর জমিতে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসমা খাতুন সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী, আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোহাম্মদ মাসুম, কৃষক তাহের আলীসহ এলাকার কৃষকরা।

শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে কৃষকেরা ধান আবাদে লাভবান হতে পারতেন না, এ সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণে লাভবান হচ্ছেন। এই যন্ত্রের সাহায্যে সমগভীরতায়, সমদূরত্বে এবং অল্প শ্রমে কৃষকরা ধানের চারা রোপণ করছে। এতে সময় কম লাগছে, খরচ কম লাগছে এবং ফলন বাড়ছে।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোহাম্মদ মাসুম জানান, কৃষকদের জমি চাষবাদে সব চেয়ে বড় খরচ চলে যায় শ্রমিক খরচে। এই পদ্ধতিতে জমি চাষবাদে শ্রমিক খরচ সীমিত। তাছাড়া স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের ভূমিকা প্রশংসনীয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠিয়ে পাঠিয়ে অনেক নতুন নতুন কৃষি প্রজেক্ট নিয়ে এসে এই উপজেলায় স্মার্ট কৃষি বিনির্মাণে কাজ করছেন। আশা করি তিনি আগামীতেও এই ভূমিকা অব্যহত রাখবেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ৪০/৫০ মিনিটে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব। সনাতন পদ্ধতিতে যেখানে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে শ্রমিক খরচ লাগে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা সেখানে অল্প খরচে ও স্বল্প সময়ে ধানের চারা রোপণ করা হচ্ছে। এতে কৃষকদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি শ্রমিক সংকটেরও সমস্যা সমাধান হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, ধানের আবাদে খরচ বাড়ার কারণে কৃষকেরা লাভবান হতে পারছেন না। শ্রমিক সংকট, মজুরি বেশি ও অতিরিক্ত খরচের কারণে ধান চাষবাদে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছেন সেজন্য কৃষিবান্ধব সরকার স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যেগ নিয়েছেন।
সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন।
তিনি আরো বলেন, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা পর্যন্ত জমিতে ধান রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণের ফলে কৃষকদের খরচ অনেকটাই কমে আসবে। কৃষদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।