আওরঙ্গজেব কামাল
ঘূর্ণিঝড় ‘রিমালের আঘাতে সারা দেশের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সুন্দরবনের কারণে রক্ষা পেয়েছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা সহ সমুদ্র উপকূলীয় অঞ্চলের অনেক এলাকা। যদিও সুন্দরবনের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টি রবিবার রাতে উপকূলে আঘাত হানে। রবিবার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। ফলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলীয় বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে বসত বাড়ি ও ফসলের মাঠ। ঘূর্ণিঝড়টির প্রভাবে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে বরগুনার আমতলীতে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, রেমাল এখনও উপকূল অতিক্রম করছে। এই সময়ে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া ও অনেক বৃষ্টি হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, রেমালের কারণে সোমবারও উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে পটুয়াখালীতে প্রতি ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। সাড়ে ১১টায় খেপুপাড়ায় ৯১ কিলোমিটার, রাত ১১টা ৫৬ মিনিটে মোংলায় ৭৬ কিলোমিটার এবং এর আগে সিলেটেও প্রতি ঘণ্টায় ৪১ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। তার দাবি, কোনো কোনো জায়গায় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।এদিকে ঘূর্ণিঝড়ের আগে সাতক্ষীরার শ্যামনগরে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে শওকাত মোড়ল (৬৫) নামের এক ব্যক্তি মারা যান। অন্যদিকে রেমালের প্রভাবে উচ্চ জোয়ারের পানিতে ভেসে গিয়ে শরীফুল ইসলাম (২৪) নামের একজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।এছাড়া এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার চরফ্যাশন উপজেলায়। প্লাবিত হয়ে জেলায় ২০ হাজার মানুষ ঘরবন্দি রয়েছেন। আশ্রয়কেন্দ্রে ৩৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।জানা যায়, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর, ভোলার চর, কানিবগার চর, চর মোহাম্মদ; চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়ন; লালমোহন উপজেলার চর কচুয়া, চর শাহাজালাল; তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল, চর জহিরুদ্দিন; বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরসহ ৭৪টি দুর্গম চরাঞ্চলে ২০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জেলা দুর্যোগকালীন কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ভোলার আশ্রয়কেন্দ্রে প্রায় ৩৫ হাজার মানুষ ও প্রায় দুই হাজার গবাদি পশু আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের শুকনো খাবার সরবরাহ করা হয়।রাত ৯টা থেকে ১২ টা পর্যন্ত জেলার কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। চরফ্যাশন উপজেলার কুকরিমুকরি ও ঢালচরে অতিরিক্ত জোয়ারের পানিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত ১২টায় বৃষ্টি না থাকলেও দমকা হাওয়া বইছে। রাত সাড়ে ৯টার পর থেকে পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের নগদ ১১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা রয়েছে। এ ছাড়া চাল রয়েছে ২২২ টন, ঢেউটিন ২১৪ বান্ডিল, গৃহ নির্মাণ বাবদ ছয় লাখ ৪২ হাজার টাকা ও শুকনো খাবার দুই হাজার ২২৩ প্যাকেট রয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানতে পেরেছি। ওই সব উপকূলের মানুষকে নিরাপদে আনা হয়েছে।পিরোজপুর প্রতিনিধি এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, রিমালের প্রভাবে সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাতে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিও বাড়ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পিরোজপুর জেলার বেশ কয়েকটি উপজেলার উপকূলবর্তী এলাকা। মঠবাড়িয়া ও ইন্দুরকানির উপকূলবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে সাপলেজা, বড়মাছু, ছোট মাসুয়া,খেতাচিড়া, মাঝেরচর, টিকিট কাটা ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং ইন্দুরকানি উপজেলার টগরা সাঈদখালি চর, কালাইয়সহ প্রায় অর্ধশত এলাকা দুই থেকে আড়াই ফুট পানির নিচে। এসব এলাকার মানুষজন আশ্রয় কেন্দ্রে গেলেও গবাদিপশু ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯৫ টি সাইক্লোন সেন্টার ও ২৬৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাতটি উপজেলায় আটটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। সাতটি উপজেলায় ৬৫টি মেডিকেল টিম কাজ করছে।
পিরোজপুর জেলায় ৩৩৯ কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও অক্ষত রয়েছৈ মাত্র ১৪৪ কিলোমিটার। ফলে জোয়ারের পানি প্রবেশ করে নিম্নাঞ্চল দুই থেকে আড়াই ফুট পানির নিচে তলিয়ে গেছে।
বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, বাগেরহাটের উপকূল জুড়ে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বাতাস বইছে। রাত পৌনে ১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সম্পূর্ণ জেলা।
শরণখোলার রায়েন্দা এলাকা থেকে আলী আকবর জানান, শরণখোলায় প্রচণ্ড বাতাস ও বৃষ্টি হচ্ছে। নদীর পানি বেড়েছে। আতঙ্কে দিন কাটছে তাঁদের।খোঁজ নিয়ে জানা গেছে, দিনের চেয়ে রাতের জোয়ারে নদী ও খালগুলোর পানি দুই থেকে তিন ফুট বেশি পানি বেড়েছে। বেড়িবাঁধ ও সড়ক উপচে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এই অবস্থায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বাগেরহাটবাসীর।জেলার উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রেগুলোতে প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাগেরহাটের ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, ঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নদী তীরবর্তি এলাকায় বসবাস করা জনসাধারণের জন্য জেলায় ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ৭০ হাজারের বেশি মানুষের পাশাপাশি ৪ হাজারের বেশি গৃহপালিত পশুও আশ্রয় কেন্দ্রে নিরাপদে রাখা হয়েছে।তবে আশ্রয় কেন্দ্রে আসা মানুষের সংখ্যা এর চেয়ে অনেক কম বলে জানা যাচ্ছে। সন্ধ্যার পর শরণখোলা ও মোংলা উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, এক-একটিতে আশ্রয় নিয়েছেন ১০-১৫ জন। তবে নদী তীরবর্তী এলাকায় কোনো কোনো আশ্রয় কেন্দ্রে এই সংখ্যা ৫০ থেকে ৬০ জন। সে হিসাবে জেলার কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়াদের সংখ্যা ১০ থেকে ১৫ হাজারের এর বেশি হওয়ার কথা নয়।বরগুনার পাথরঘাটা প্রতিনিধি জানিয়েছেন,রাত ৯টার দিকে রিমেলের তাণ্ডব বাড়তে থাকে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জোয়ারের সময় ব্যাপক দমকা হাওয়া বয়ে গেছে এই এলাকায়।পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠীমারা গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে জোয়ার শুরু হয়েছে। মূল জোয়ার আসে রাত ১১টার পর। এর আগেই ওই এলাকার একাধিক ঘরবাড়ি উড়ে গেছে। এ এলাকার কয়েক শতাধিক মানুষ সকাল থেকেই পানিবন্দি ছিল।পাথরঘাটা পৌর এলাকার বিষখালী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা নুরুল ইসলাম রাত সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে জানান, বেরিবাঁধ এলাকার সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বর্তমানে প্রচণ্ড বেগে বাতাস বইছে। এতে উপকূলীয় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। হাতিয়ায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হয়। এতে নিঝুম দ্বীপসহ আশপাশের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া হরণী ইউনিয়নের চর ঘাসিয়া, বয়ারচর গ্রাম, নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রাম, তমরদ্দি ইউনিয়নের পশ্চিম তমরদ্দি গ্রাম প্লাবিত হয়। খুলনা থেকে রাজিবুল হাসান নাজবুল জানান, খুলনার উপকূলীয় কয়রায় ১০টি পয়েন্টে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে।
পাইকগাছায় তিনটি স্থানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে পোল্ডারে লবণ পানি ঢুকে পড়ছে। বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর এলাকার স্লুইসগেট নির্মাণের জন্য দেওয়া বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এই উপজেলার সাউথখালী ইউনিয়নের তেরাবেকা এলাকায় রিংবেরি বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে প্রায় ৫০০ বাড়িঘর প্লাবিত হয়েছে। এ ছাড়া মোরেলগঞ্জ উপজেলার পানগুছি, বাগেরহাট সদর উপজেলার ভৈরব, মোংলার পশুর নদীর পানি বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ও সড়ক উপচে লোকালয়ে প্রবেশ করেছে।
প্লাবিত হয়েছে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বিভিন্ন এলাকা। বন বিভাগ বলছে, ঝড়ের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ার-জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবনের হরিণ, বানর, বেঙ্গল টাইগারসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা রয়েছে। মিঠা পানির পুকুর তলিয়ে যাওয়ার কারণে বনের প্রাণিকুল ও বনকর্মীদের বিশুদ্ধ পানির সংকটও তৈরি হতে পারে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বাতাসের সঙ্গে সঙ্গে জোয়ারে প্লাবিত হয় ভোলার সদরের ধনিয়া, নাছির মাঝি, রাজাপুর, শিবপুর, চটকিমারার চর, চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরী-মুকরি ও চর পাতিলা, দৌলতখানের সৈয়দপুরসহ মনপুরার বেশ কিছু নিচু এলাকা। জেলায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার পরিবার।কক্সবাজারে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট বেড়েছে। এতে জেলার বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজার সদরের কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, গোমাতলী, পোকখালী, ইসলামপুর, মহেশখালী-কুতুবদিয়াসহ জেলার ২০টি গ্রামে জোয়ারের পানি ঢুকেছে।
৪০ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা পর্যন্ত ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ লাখ ৬৯ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা, বরিশাল ও ঝালকাঠি। দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাডিকোরও ২-৩ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ-সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।এদিকে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে হচ্ছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।