ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক Logo মোংলায় ফ্যাসিস্ট আ.লীগ–সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণের দাবি Logo লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভুয়া ভাউচারে ২৫ লক্ষ টাকা আত্মসাত Logo হাতীবান্ধায় বিছানার নিচ থেকে মাদক উদ্ধার, যুবক আটক Logo নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড Logo বুড়িচংয়ে কলেজ ছাত্র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo এ্যাম্বুলেন্স নিতিমালা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় মানববন্ধন Logo চীন-যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুতে প্রাথমিক ঐকমত্যে Logo আসিয়ান-প্লাস সহযোগিতা পূর্ব এশিয়ার প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি: লি ছিয়াং Logo উদ্ভাবন, উন্মুক্ততা ও ভাগ করা উন্নয়ন: ওয়াশিংটনে সিএমজি’র বৈশ্বিক সংলাপ

চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো

সদ্য-সমাপ্ত চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপোতে ১৭৬টি প্রকল্প চুক্তি স্বাক্ষিত হয়েছে, চুক্তির অর্থের পরিমাণ ১ হাজার ১২৯ কোটি ডলার। প্রকল্প ও অর্থের পরিমাণ গত এক্সপোর তুলনায় যথাক্রমে ৪৫.৯ ও ১০.৬ শতাংশ বেশি। গত (রোবার) এ বিষয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে এ সব তথ্য জানা গেছে,

এক্সপোর শেষ দিন গতকাল রোববার পর্যন্ত প্রধান ভবনে ২ লাখ পর্যটক মেলা দেখতে এসেছেন যা, গত বারের তুলনায় দ্বিগুণ বেশি। পাশাপাশি কাও ছিয়াও শাখা ভবনে ৪০টির বেশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। জাম্বিয়া ও নামিবিয়াসহ দেশগুলো কাও ছিয়াও বাজারে স্থায়ী ভবন প্রতিষ্ঠা করে। সিয়াং থান মধ্য আন্তর্জাতিক যন্ত্রপাতি পার্কে অনুষ্ঠিত প্রদর্শনে ১৫০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করে এবং ১২ হাজারের বেশি দর্শক দেখতে এসেছেন।

এবার এক্সপোতে প্রথমবারের মতো চীন-আফ্রিকা বিখ্যাত ব্র্যান্ড সহযোগিতা প্রদর্শন, আফ্রিকা বিশেষ ও বৈশিষ্ট্যময় পণ্য প্রদর্শন ও চীন-আফ্রিকা ফ্যাশন প্রদর্শনসহ অনুষ্ঠিত হয়। ২৬টি আফ্রিকান দেশ ও ২৩টি চীনা প্রদেশ ও শহর এক্সপোতে থিম প্রদর্শন স্থল প্রতিষ্ঠা করে। দেশ বিদেশের ২ হাজার ৭০০টির বেশি কোম্পানি প্রদর্শক হিসেবে এক্সোপতে অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ শতাংশের বেশি প্রদর্শক আফ্রিকান কোম্পানি, তারা ৪৩টি আফ্রিকান দেশ থেকে এসেছে।

১২-১৫ জুন চীনের হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো। ৫৩টি আফ্রিকান দেশ, ১১টি আন্তর্জাতিক সংস্থা, ২৭টি চীনা প্রদেশ ও শহর ও ৪ হাজার ৭০০টির বেশি আফ্রিকান ও চীনা কোম্পানি, বাণিজ্য সমিতি ও আর্থিক সংস্থার ৩০ হাজারের বেশি মানুষ এক্সপোতে অংশগ্রহণ করতে নিবন্ধন করে।

সূত্র: শিশির-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লাকসামে অস্ত্রসহ তিন কিশোর আটক

SBN

SBN

চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো

আপডেট সময় ০৩:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

সদ্য-সমাপ্ত চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপোতে ১৭৬টি প্রকল্প চুক্তি স্বাক্ষিত হয়েছে, চুক্তির অর্থের পরিমাণ ১ হাজার ১২৯ কোটি ডলার। প্রকল্প ও অর্থের পরিমাণ গত এক্সপোর তুলনায় যথাক্রমে ৪৫.৯ ও ১০.৬ শতাংশ বেশি। গত (রোবার) এ বিষয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং থেকে এ সব তথ্য জানা গেছে,

এক্সপোর শেষ দিন গতকাল রোববার পর্যন্ত প্রধান ভবনে ২ লাখ পর্যটক মেলা দেখতে এসেছেন যা, গত বারের তুলনায় দ্বিগুণ বেশি। পাশাপাশি কাও ছিয়াও শাখা ভবনে ৪০টির বেশি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। জাম্বিয়া ও নামিবিয়াসহ দেশগুলো কাও ছিয়াও বাজারে স্থায়ী ভবন প্রতিষ্ঠা করে। সিয়াং থান মধ্য আন্তর্জাতিক যন্ত্রপাতি পার্কে অনুষ্ঠিত প্রদর্শনে ১৫০টির বেশি কোম্পানি অংশগ্রহণ করে এবং ১২ হাজারের বেশি দর্শক দেখতে এসেছেন।

এবার এক্সপোতে প্রথমবারের মতো চীন-আফ্রিকা বিখ্যাত ব্র্যান্ড সহযোগিতা প্রদর্শন, আফ্রিকা বিশেষ ও বৈশিষ্ট্যময় পণ্য প্রদর্শন ও চীন-আফ্রিকা ফ্যাশন প্রদর্শনসহ অনুষ্ঠিত হয়। ২৬টি আফ্রিকান দেশ ও ২৩টি চীনা প্রদেশ ও শহর এক্সপোতে থিম প্রদর্শন স্থল প্রতিষ্ঠা করে। দেশ বিদেশের ২ হাজার ৭০০টির বেশি কোম্পানি প্রদর্শক হিসেবে এক্সোপতে অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ শতাংশের বেশি প্রদর্শক আফ্রিকান কোম্পানি, তারা ৪৩টি আফ্রিকান দেশ থেকে এসেছে।

১২-১৫ জুন চীনের হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ চীন-আফ্রিকা অর্থ-বাণিজ্য এক্সপো। ৫৩টি আফ্রিকান দেশ, ১১টি আন্তর্জাতিক সংস্থা, ২৭টি চীনা প্রদেশ ও শহর ও ৪ হাজার ৭০০টির বেশি আফ্রিকান ও চীনা কোম্পানি, বাণিজ্য সমিতি ও আর্থিক সংস্থার ৩০ হাজারের বেশি মানুষ এক্সপোতে অংশগ্রহণ করতে নিবন্ধন করে।

সূত্র: শিশির-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।