ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo সুনামগঞ্জে ১ টি স্টিল নৌকাসহ ৩১টি ভারতীয় গরু আটক Logo পবায় রাতের আঁধারে কেটে ফেলা হলো ১১৭টি আমগাছ Logo ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারি: এক শিক্ষক বরখাস্ত, অপরজনকে শোকজ Logo চীন থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া মানে বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হওয়া: কিশোর মাহবুবানি Logo অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণে চীনের কৌশল: সি চিন পিংয়ের প্রবন্ধে বিশ্লেষণ Logo চীনে আমদানি-রপ্তানিতে গতি, অর্থনীতিতে ইতিবাচক সংকেত Logo রিয়াদে চীন-সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপ Logo ১৭ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পরদিন, রাষ্ট্র গঠন ও যুদ্ধবিধ্বস্ত জাতির পুনর্গঠনের প্রথম দিন Logo সুবিদাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

‘চতুর্দশ পাঁচশালা’: গণতন্ত্রের পথে চীনের নতুন যাত্রা

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৮:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

চীনের রাষ্ট্রীয় তথ্য কার্যালয় ১৮ই আগস্ট, সোমবার “উচ্চগুণসম্পন্নভাবে ‘চতুর্দশ পাঁচশালা’ পরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক এক ব্রিফিংয়ের আয়োজন করে। কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্ট, এনপিসি স্ট্যান্ডিং কমিটির জেনারেল অফিস, সিপিপিসিসি জেনারেল অফিস এবং জাতীয় জাতিগত কমিশনের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা ‘চতুর্দশ পাঁচশালা’ পরিকল্পনা বাস্তবায়ন কালে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উন্নয়ন সম্পর্কে তথ্য প্রদান করেন।

একতা ফ্রন্ট: গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ
কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্টের উপমন্ত্রী মা লিহুয়াই বলেন, “একতা ফ্রন্ট হল জনমত একত্রিত করার এবং শক্তি সংহত করার শক্তিশালী হাতিয়ার, যা সমগ্র প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।” তিনি উল্লেখ করেন যে, এই সময়কালে একতা ফ্রন্টের রাজনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হয়েছে, দলগুলোর মধ্যে সম্পর্ক, জাতিগত সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, সামাজিক স্তরের সম্পর্ক এবং দেশি-বিদেশি চীনাদের মধ্যে সম্পর্ক আরও সুসংহত হয়েছে, যা চীনা শৈলীর আধুনিকায়নের জন্য ব্যাপক জ্ঞান ও শক্তি সংহত করতে সহায়তা করেছে।

বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা মা লিহুয়াই জানান, এই সময়ে ৪৯টি দলীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে, যা কার্যকরভাবে ঐকমত্য গঠন ও বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে। বিভিন্ন গণতান্ত্রিক দল, ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এবং নন-পার্টি সদস্যদের পক্ষ থেকে ১০টি থিমে গবেষণা পরিচালনা করে ৪০০টিরও বেশি মতামত ও প্রস্তাবনা পেশ করা হয়েছে।

এনপিসি: সমগ্র প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্রের মঞ্চ এনপিসি স্ট্যান্ডিং কমিটির ডেপুটি সেক্রেটারি-জেনারেল ও গবেষণা বিভাগের পরিচালক সোং রুই বলেন, “চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়ন কালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে এনপিসির কাজ নতুন সাফল্য অর্জন করেছে।” ২০২১ সালের মার্চ থেকে এনপিসি ও তার স্থায়ী কমিটি ৩৫টি নতুন আইন প্রণয়ন, ৬২টি আইন সংশোধন এবং ৩৪টি সিদ্ধান্ত ও প্রস্তাব পাস করেছে, যা জাতীয় শাসন ব্যবস্থার উন্নয়ন, জনগণের সুখী জীবনের চাহিদা পূরণ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জনগণের মতামত সংহতকরণ সোং রুই উল্লেখ করেন যে, ২০২১ সাল থেকে ১২৭টি আইনের খসড়া জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে, যাতে ৪ লাখেরও বেশি মানুষ ১১ লাখ ৯০ হাজার মতামত দিয়েছেন। এনপিসি স্থানীয় আইন প্রণয়ন সংযোগের জন্য ৫৪টি বেস স্তরের যোগাযোগ পয়েন্ট স্থাপন করেছে, যা সমগ্র প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্র বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ জানালা।

সিপিপিসিসি: ঐকমত্য গঠনের কেন্দ্র
সিপিপিসিসি’র ডেপুটি সেক্রেটারি-জেনারেল হু হেংলু জানান, চতুর্দশ সিপিপিসিসি ৬টি প্রশিক্ষণ সেমিনার আয়োজন করেছে যাতে ৩ হাজার ৬২৪ জন সদস্য অংশ নিয়েছেন। তারা ৩০টি থিমেটিক সেমিনারের আয়োজন করে ১০টি বিশেষ কমিটি ও ৩৪টি পেশাজীবী গ্রুপের ৫৩৮ জন সদস্যের মতামত সংগ্রহ করেছেন।

জাতিগত অঞ্চলের উন্নয়ন জাতীয় জাতিগত কমিশনের ডেপুটি ডিরেক্টর তুয়ান ই জুন বলেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চলের জিডিপি ৬.০১২৯ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ৮.৩৭৬৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। ‘চতুর্দশ পাঁচশালা’ বাস্তবায়নকালে তারা ৩৭.১ বিলিয়ন ইউয়ান তহবিল বরাদ্দ করে জাতিগত অঞ্চলগুলোর উন্নয়নে সহায়তা করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনায় তুয়ান ই জুন বলেন, “আমরা জাতিগত অঞ্চলগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সকল জাতির সমৃদ্ধি অর্জনে সহায়তা অব্যাহত রাখব।”

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণ ফ্রন্টের প্রয়াত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

SBN

SBN

‘চতুর্দশ পাঁচশালা’: গণতন্ত্রের পথে চীনের নতুন যাত্রা

আপডেট সময় ০৮:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

চীনের রাষ্ট্রীয় তথ্য কার্যালয় ১৮ই আগস্ট, সোমবার “উচ্চগুণসম্পন্নভাবে ‘চতুর্দশ পাঁচশালা’ পরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক এক ব্রিফিংয়ের আয়োজন করে। কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্ট, এনপিসি স্ট্যান্ডিং কমিটির জেনারেল অফিস, সিপিপিসিসি জেনারেল অফিস এবং জাতীয় জাতিগত কমিশনের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা ‘চতুর্দশ পাঁচশালা’ পরিকল্পনা বাস্তবায়ন কালে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উন্নয়ন সম্পর্কে তথ্য প্রদান করেন।

একতা ফ্রন্ট: গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ
কেন্দ্রীয় ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্টের উপমন্ত্রী মা লিহুয়াই বলেন, “একতা ফ্রন্ট হল জনমত একত্রিত করার এবং শক্তি সংহত করার শক্তিশালী হাতিয়ার, যা সমগ্র প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক।” তিনি উল্লেখ করেন যে, এই সময়কালে একতা ফ্রন্টের রাজনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হয়েছে, দলগুলোর মধ্যে সম্পর্ক, জাতিগত সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, সামাজিক স্তরের সম্পর্ক এবং দেশি-বিদেশি চীনাদের মধ্যে সম্পর্ক আরও সুসংহত হয়েছে, যা চীনা শৈলীর আধুনিকায়নের জন্য ব্যাপক জ্ঞান ও শক্তি সংহত করতে সহায়তা করেছে।

বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শ ব্যবস্থা মা লিহুয়াই জানান, এই সময়ে ৪৯টি দলীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে, যা কার্যকরভাবে ঐকমত্য গঠন ও বৈজ্ঞানিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে। বিভিন্ন গণতান্ত্রিক দল, ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এবং নন-পার্টি সদস্যদের পক্ষ থেকে ১০টি থিমে গবেষণা পরিচালনা করে ৪০০টিরও বেশি মতামত ও প্রস্তাবনা পেশ করা হয়েছে।

এনপিসি: সমগ্র প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্রের মঞ্চ এনপিসি স্ট্যান্ডিং কমিটির ডেপুটি সেক্রেটারি-জেনারেল ও গবেষণা বিভাগের পরিচালক সোং রুই বলেন, “চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়ন কালে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে এনপিসির কাজ নতুন সাফল্য অর্জন করেছে।” ২০২১ সালের মার্চ থেকে এনপিসি ও তার স্থায়ী কমিটি ৩৫টি নতুন আইন প্রণয়ন, ৬২টি আইন সংশোধন এবং ৩৪টি সিদ্ধান্ত ও প্রস্তাব পাস করেছে, যা জাতীয় শাসন ব্যবস্থার উন্নয়ন, জনগণের সুখী জীবনের চাহিদা পূরণ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জনগণের মতামত সংহতকরণ সোং রুই উল্লেখ করেন যে, ২০২১ সাল থেকে ১২৭টি আইনের খসড়া জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে, যাতে ৪ লাখেরও বেশি মানুষ ১১ লাখ ৯০ হাজার মতামত দিয়েছেন। এনপিসি স্থানীয় আইন প্রণয়ন সংযোগের জন্য ৫৪টি বেস স্তরের যোগাযোগ পয়েন্ট স্থাপন করেছে, যা সমগ্র প্রক্রিয়ায় জনগণের গণতন্ত্র বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ জানালা।

সিপিপিসিসি: ঐকমত্য গঠনের কেন্দ্র
সিপিপিসিসি’র ডেপুটি সেক্রেটারি-জেনারেল হু হেংলু জানান, চতুর্দশ সিপিপিসিসি ৬টি প্রশিক্ষণ সেমিনার আয়োজন করেছে যাতে ৩ হাজার ৬২৪ জন সদস্য অংশ নিয়েছেন। তারা ৩০টি থিমেটিক সেমিনারের আয়োজন করে ১০টি বিশেষ কমিটি ও ৩৪টি পেশাজীবী গ্রুপের ৫৩৮ জন সদস্যের মতামত সংগ্রহ করেছেন।

জাতিগত অঞ্চলের উন্নয়ন জাতীয় জাতিগত কমিশনের ডেপুটি ডিরেক্টর তুয়ান ই জুন বলেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চলের জিডিপি ৬.০১২৯ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ৮.৩৭৬৬ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। ‘চতুর্দশ পাঁচশালা’ বাস্তবায়নকালে তারা ৩৭.১ বিলিয়ন ইউয়ান তহবিল বরাদ্দ করে জাতিগত অঞ্চলগুলোর উন্নয়নে সহায়তা করেছেন। ভবিষ্যৎ পরিকল্পনায় তুয়ান ই জুন বলেন, “আমরা জাতিগত অঞ্চলগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সকল জাতির সমৃদ্ধি অর্জনে সহায়তা অব্যাহত রাখব।”

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।