ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাহরাস্তিতে মাদক দিয়ে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্বামী Logo চরমোনাই পীরের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার দাবি এলডিপি মহাসচিবের Logo রূপসায় গাছের চারা বিতরণ Logo ঝিনাইগাতীর মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান Logo ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo টানা ১৪ বার কুমিল্লা বোর্ডসেরা ফলাফল অর্জন করলো সোনার বাংলা কলেজ Logo শান্তিপূর্ণ সহাবস্থানের উদাহরণ চীন ও শ্রীলঙ্কা Logo খনি, কৃষি ও অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগে চীন-ঘানা Logo দক্ষিণ চীন সাগরে চীনের বৈধ অধিকার রক্ষায় অটল বেইজিং Logo চীনের ঐতিহ্য ও প্রযুক্তিতে নারীর উন্নয়নের সমন্বয়

চরমোনাই পীরের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার দাবি এলডিপি মহাসচিবের

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে দলটির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল এর উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে ওই দাবি জানান তিনি।

এসময় তিনি পিআর এর নামে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন- ‘তারা শেখ হাসিনার স্বৈরাচারী কার্যক্রমের সহযোগী ছিল। স্বৈরাচারের দোসরের জন্য তৃতীয় কোন আইন বা নীতি হতে পারে না।’

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- ‘শেখ হাসিনার নেতৃত্বে ২৬টি রাজনৈতিক সংগঠন স্বৈরাচারকে দীর্ঘসময় সহযোগিতা করেছে। এই স্বৈরাচারীদের মধ্যে তাদের ১৪দল। তারপরে জাতীয় পার্টির বিভিন্ন গ্রুপ এবং চরমোনাইয়ের পীর সাহেবের কি একটা ইসলামিক পার্টি, ইসলামী আন্দোলন। এরা প্রত্যেকেই স্বৈরাচারের দোসর ছিল। আপনারা জানেন যে, চরমোনাইয়ের পীররা স্বৈরাচারের দোসর ছিল। আজকে আবার বড় গলায় কথা বলে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টিকে যদি দল হিসেবে কার্যক্রম বন্ধ করা হয়, আওয়ামী লীগসহ ১৪ দলকে যদি রাজনীতি থেকে বিরত থাকতে হয়, তাহলেই চরমোনাইয়ের পীরকে এবং তার দলকেও রাজনীতি করা থেকে নিষিদ্ধ করার জন্য এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাচ্ছি।

সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, দলটির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি এর সঞ্চালনায়- স্বাগত বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক যুবদল নেতা সোহেল খাঁন, প্রমুখ।

সম্মেলনে- প্রভাষক সাইফুল ইসলাম বাবর কে সভাপতি, রাজীব আহমেদ ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং মো. মাঈনুদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক যুবদল এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে মাদক দিয়ে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্বামী

SBN

SBN

চরমোনাই পীরের ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করার দাবি এলডিপি মহাসচিবের

আপডেট সময় ০৮:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

টি. আর. দিদার, চান্দিনা (কুমিল্লা)

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মাঠে দলটির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল এর উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে ওই দাবি জানান তিনি।

এসময় তিনি পিআর এর নামে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দলের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন- ‘তারা শেখ হাসিনার স্বৈরাচারী কার্যক্রমের সহযোগী ছিল। স্বৈরাচারের দোসরের জন্য তৃতীয় কোন আইন বা নীতি হতে পারে না।’

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন- ‘শেখ হাসিনার নেতৃত্বে ২৬টি রাজনৈতিক সংগঠন স্বৈরাচারকে দীর্ঘসময় সহযোগিতা করেছে। এই স্বৈরাচারীদের মধ্যে তাদের ১৪দল। তারপরে জাতীয় পার্টির বিভিন্ন গ্রুপ এবং চরমোনাইয়ের পীর সাহেবের কি একটা ইসলামিক পার্টি, ইসলামী আন্দোলন। এরা প্রত্যেকেই স্বৈরাচারের দোসর ছিল। আপনারা জানেন যে, চরমোনাইয়ের পীররা স্বৈরাচারের দোসর ছিল। আজকে আবার বড় গলায় কথা বলে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টিকে যদি দল হিসেবে কার্যক্রম বন্ধ করা হয়, আওয়ামী লীগসহ ১৪ দলকে যদি রাজনীতি থেকে বিরত থাকতে হয়, তাহলেই চরমোনাইয়ের পীরকে এবং তার দলকেও রাজনীতি করা থেকে নিষিদ্ধ করার জন্য এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাচ্ছি।

সম্মেলনে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, দলটির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, পৌর এলডিপি’র সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

পৌর এলডিপি’র সাংগঠনিক সম্পাদক জামশেদ আহমেদ জাকি এর সঞ্চালনায়- স্বাগত বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক যুবদল নেতা সোহেল খাঁন, প্রমুখ।

সম্মেলনে- প্রভাষক সাইফুল ইসলাম বাবর কে সভাপতি, রাজীব আহমেদ ভূইয়াকে সাধারণ সম্পাদক এবং মো. মাঈনুদ্দিন কে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট উপজেলা গণতান্ত্রিক যুবদল এর নতুন কমিটি ঘোষণা করা হয়।