
চীনের চলচ্চিত্র প্রশাসন ও চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির উদ্যোগে গত (শনিবার) ‘চীনা চলচ্চিত্রের সঙ্গে একযোগে চীন ভ্রমণ’ সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রম চীনের সি ছুয়ান প্রদেশের ছেংতুতে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, স্পেনসহ কয়েকটি দেশের পর্যটক এবং সি ছুয়ানে লেখাপড়া করা বিদেশি শিক্ষার্থীরা চীনা চলচ্চিত্র দেখা, সংস্কৃতির অভিজ্ঞতা নেয়া, ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করাসহ নানা পদ্ধতির মাধ্যমে স্থানীয় বর্ণিল সংস্কৃতি অনুভব ও উপভোগ করেন।
এ দিনের কার্যক্রমে অংশগ্রহণকারীরা একযোগে ‘ন্য চা ২’ চলচ্চিত্রটি উপভোগ করেন। চলচ্চিত্রের মাধ্যমে দেশের সি ছুয়াংয়ের সাংস্কৃতিক উপাদান ও আকর্ষণ উপভোগ করেছেন।
মার্কিন পর্যটক জেসন বার্টলেট জানান, তিনি চীনের পূরাণের বিষয়ে খুবই আগ্রহী। এবারের ‘ চীনা চলচ্চিত্রের সংগে একযোগে চীন ভ্রমণ’ সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রমের মাধ্যমে, চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও গভীরভাবে অনুসন্ধান করতে পারবেন।
বিদেশি পর্যটকরা চীনের চা শিল্পের অভিজ্ঞতা নিয়েছেন, চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য সিছুয়ান অপেরার ফেস চেঞ্জিং শিল্প উপভোগ করেছেন, এবং সানসিংতুই যাদুঘরও পরিদর্শন করেছেন তারা।
‘চীনা চলচ্চিত্রের সংগে একযোগে চীন ভ্রমণ’ কার্যক্রম এ পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১০০টি প্রচারমূলক অনুষ্ঠান করেছে। বিশ্বের অনেক দেশ ও অঞ্চলে এটি উষ্ণ প্রতিক্রিয়া পেয়েছে। একাধিক দেশের পর্যটকরা ইতোমধ্যে চীনের শাংহাই, থিয়ানচিন, ছিংতাও, সি’আন , হাংচৌসহ অনেক শহরে পৌঁছেছেন।
সূত্র: আকাশ-হাশিম-অনুপমা, চায়না মিডিয়া গ্রুপ।