
চীন-রাশিয়া যৌথ প্রযোজনার চলচ্ছিত্র ‘রেড সিল্ক’ ৬ সেপ্টেম্বর (শনিবার) চীনজুড়ে মুক্তি পাবে। চলচ্চিত্রটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুটি শক্তির একযোগে লড়াইয়ের গল্প বলে।
গত (বৃহস্পতিবার) বেইজিংয়ে চলচ্চিত্রটির চীনা প্রিমিয়ারে জানানো হয়, চলচ্চিত্রটি অসংখ্য স্থানে চিত্রায়িত হয়েছে। চলচ্চিত্রটি উভয় পক্ষের প্রজ্ঞাকে মূর্ত করেছে এবং “চীন-রাশিয়া সাংস্কৃতিক বর্ষ”-এর সম্ভাবনাকে সম্পূর্ণরূপে উন্মোচন এবং চলচ্চিত্র সহযোগিতা জোরদার করার সর্বশেষ প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে।
এর আগে ‘রেড সিল্ক’ ২০শে ফেব্রুয়ারি রাশিয়ায় মুক্তি পায় এবং সর্বমহলে প্রশংসিত হয়। দর্শকরা চলচ্চিত্রের ‘আকর্ষণীয় প্লট’ এবং ‘অ্যাকশন দৃশ্যের’ বিশেষভাবে প্রশংসা করেন।
চলতি বছরের শুরু থেকে, চীন-রাশিয়া চলচ্চিত্র সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান আরও গভীর হয়েছে। ‘২০২৫ চীন চলচ্চিত্র উৎসব’ মে মাসে রাশিয়ার মস্কো, কাজান ও সেন্ট পিটার্সবার্গে সফলভাবে অনুষ্ঠিত হয়। আর ‘২০২৫ রাশিয়া চলচ্চিত্র উত্সব’ ১লা সেপ্টেম্বর থেকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত বেইজিং, সি নিং, ও লানচৌতে অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র : রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।