
সালাউদ্দিন সোহাগ স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মহসিন সিকদার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে চাঁদপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার সেঙ্গুয়ায় এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মহসিনকে ৬ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়। মহসিন সেঙ্গুয়া গ্রামের জাহেদ আলীর ছেলে।
ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমান জানান, গত ৪ সেপ্টেম্বর ২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুরের সকল জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তারই অংশ হিসেবে সোমবার কচুয়া উপজেলায় অভিযান পরিচালনা করে একজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মহসিনকে কচুয়া থানা পুলিশের নিকট হন্তান্তর করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 





















