
মো: সালাউদ্দিন সোহাগ,
স্টাফ রিপোর্টার
আইন-শৃংখলা রক্ষা, অপরাধ দমন, দাপ্তরকি কাজর্কম, জনসংযোগসহ সামগ্রকি পুলশিংয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়ত্বি পালন করায় চাঁদপুর জেলার কচুয়া থানার অফসিার ইনর্চাজ মোহাম্মদ মিজানুর রহমানকে ফেব্রুয়ারি -২০২৪ এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্যের জন্য তাকে পুরষ্কৃত করেছেন চাঁদপুরের সুযোগ্য পুলশি সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
বুধবার চাঁদপুর পুলিশ সুপারের র্কাযালয়ে জেলার ৮টি থানার পারফরমন্সের সকল ক্যাটাগরী বিবেচনায় কচুয়া থানার অফিসার ইনর্চাজ র্সবোচ্চ পয়েন্টে পয়েন্টে এ পুরস্কারের জন্য নির্বাচিত হন।
তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন চাঁদপুর পুলিশ লাইনসে চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম(বার) সহ জেলার অন্যান্য সকল র্উধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
সম্মাননা স্মারক পেয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং এ থানার অর্ন্তভুক্ত এলাকা থেকে মাদক সহ সকল অপরাধ মুক্ত করতে সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাবো। তিনি পুলিশের সার্বিক কাজে পূর্বের ন্যায় সকলের সহযোগিতা কামনা করেন। এ পুরষ্কার আমার সামনের কাজের গতিকে আরো অগ্রগতি ও উৎসাহিত করবে বলে মনে করি। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার এ দায়ত্বি পালন করে যেতে পারি।
এসময় জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, জনাব শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর, খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব র্সার্কেল), চাঁদপুর, মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সারকেল) সকল থানার অফিসার ইনর্চাজগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনর্চাজ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, র্কোট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন র্পযায়ের অফিসার ও র্ফোসগণ উপস্থিত ছিলেন।
উল্লখ্যে যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কচুয়ার চাঞ্চল্যকর অটোরিক্সাচালক সাব্বির হত্যা মামলার র্পূণাঙ্গ রহস্য উদঘাটণ, ঘটণায় জড়তি ১০ জন আসামীর সকলকে গ্রেফতার এবং লুন্ঠিত অটোরক্সিার বিভিন্ন র্পাটস ও আলামত উদ্ধারে শতভাগ সফলতা অর্জন করায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন রাজীবকে বিশেষ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার।
মুক্তির লড়াই ডেস্ক : 



























